সোনারগাঁ প্রতিনিধি : স্বনামধন্য এশিয়ান টিভিতে দক্ষতার সহিত কাজ করে সম্মাননা পুরস্কার পেলেন নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি ও এশিয়ান টিভির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি পনির ভূইঁয়া। দক্ষতার সহিত সকলের চেয়ে বেশি সংবাদ সংগ্রহ করে তা এশিয়ান টিভিতে প্রচারিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলার মধ্যে স্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে আজ শুক্রবার সকালে গুলশান এশিয়ান টিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ৮ ম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন ২০২০ এর এক অনুষ্ঠানে সেরা প্রতিবেদকের পুরস্কার হিসেবে এ সম্মাননা পুরস্কার তুলে দেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর রশিদ সিআইপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির ডি এম ডি সাজ্জাদ রশিদ পারভেজ, জেনারেল ম্যানেজার শাহ্ রেজাউল মাহমুদ, এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক মোঃ বেলাল হোসাইন ও অন্যান্য কর্মকর্তা সহ বাংলাদেশের সকল জেলা ও উপজেলার প্রতিনিধি বৃন্দ।
এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন -অর রশিদ (সিআইপি) তার বক্তব্যে বলেন, সকল প্রতিনিধিরাই ভালো কাজ করেছেন। সকলের মধ্যে যে সবচেয়ে বেশি ভালো করেছেন তাদের মধ্যে আজ সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে । আগামী দিনগুলোতে সকলে মিলে আরো ভালো কাজ করার জন্য এশিয়ান টিভির কর্মকর্তা সহ সকল প্রতিনিধিদের আহবান জানান তিনি।
এশিয়ান টিভির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি পনির ভূইয়া বলেন, আজ আমি যে সম্মাননা পুরস্কার পেলাম তার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি।পাশাপাশি এ অর্জন আমার একার নয়। যাহারা আমাকে সাংবাদিক হওয়ার জন্য অনুপ্রেরনা জুগিয়েছেন ও যাহারা আমার এ কাজে সহায়তা করেছেন আমি মনে করি সকলেই এর অংশীদার। সামনের দিনগুলোতে আরো ভালো করার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি।