কে এম ইউছুফ : চট্টগ্রামের হাটহাজারীতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
হাটহাজারী সীতাকালী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন- মুখ্য সমন্বয়ক শিমুল কান্তি মহাজন, প্রধান উপদেষ্টা ড. শিপক কৃষ্ণ দেবনাথ।
চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক উদয় সেন, পরিষদের প্রধান পৃষ্ঠপোষক লিটন মহাজন।
পরিষদের শহর সাংস্কৃতিক সম্পাদক মিঠুন দাস এর গীতা পাঠের পর আরো বক্তব্য রাখেন- পরিষদের নব গঠিত কমিটির সহ-সভাপতি ডাক্তার অসিম দাশগুপ্ত, তপন পাল, দিপেন দাস, সাংবাদিক শ্যামল নাথ, সাংবাদিক বাবলু দাস, লিটন পাল, যুগ্ম সম্পাদক চন্দন নাথ, মুন্সি বিশ্বজিৎ দে, এডভোকেট কৃষ্ণনাথ, জনি দে, সাংগঠনিক সম্পাদক বিধান বণিক, মহিলা সম্পাদিকা এডভোকেট রিখা শর্মা, সাংবাদিক সুমন পল্লব প্রমূখ।
সভায় পরিষদের নবগঠিত কর্মকর্তাদের পরিচিতিসহ সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার উপর সবাই একমত হন।