পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ মহান মুক্তি যুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ও পলাশ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাসনুল হক হাসান সাহেবের ১৮ তম মৃত্যু বার্ষিকী আগামীকাল ২৯ ডিসেম্বর মঙ্গলবার।
এ-উপলক্ষ্যে মরহুমের নিজ বাড়িতে কোরআন খতম,দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মাগফিরাত কামনা করা হইবে।
এ-ছাড়াও বিকেলে ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ কার্যালয়ে স্বরণ সভার আয়োজন করা হয়েছে। ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উক্ত স্বরণ সভা ও দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।