1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ার ব্যবসায়ী মাঈনু উদ্দীনের বিরুদ্ধে অপপ্রচারে ফুসেঁছে সাধারণ মানুষ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম নাঙ্গলকোটে তিন সহদরের দাদন বা সুদি কারবারের যাঁতাকলে সর্বস্বান্ত শত শত পরিবার  শহীদ ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা ঢাকা কলেজে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত এনসিপি’র পূর্বঘোষিত মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় উদ্বেগ মির্জা ফখরুলের

সাতকানিয়ার ব্যবসায়ী মাঈনু উদ্দীনের বিরুদ্ধে অপপ্রচারে ফুসেঁছে সাধারণ মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৩৮ বার

নিজস্ব প্রতিনিধি :
সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া ইউনিয়নের আব্দুল হক চেয়ারম্যানের ছেলে মাঈনুদদীনকে নিয়ে বিভ্রান্তমূলক অপপ্রচার, এবং ভূমিধষ্যু আখ্যা দিয়ে ও ভিত্তিহীন যে মিথ্যা অপবাদ সৃষ্টি করার কুমানুষে একটি স্বার্থন্বেসী মহল ওঠে-পড়ে লেগে আছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কেরানীহাট ব্যবসায়ী মহল ও কেরানীহাট এলাকার সুশীল সমাজ।

আজ ২০শে ডিসেম্বর(রবিবার)গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই বার্তা দেয়া হয়।

বিবৃতিতে কেওঁচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুত্র মাঈনুদদীন বলেন,গত ১৮ই ডিসেম্বর আমার বিরুদ্ধে জায়গা জমি দখল করে ব্রিকফিল্ড নির্মান করার যে অযৌক্তিক দাবী নিয়ে একটি কুচক্রীমহল বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে এনে মানবন্ধনের নামে সরকারি নির্দেশনা উপেক্ষা করে করোনার এই মহামারীতে কিছু লোক জমায়েত করে,এবং উস্কানীমূলক দাবী তোলে বক্তব্য দেয়া হয়েছিলো তা আজ ও বিন্দুমাত্র সত্য নই।

ঐ কথিত মানববন্ধনে প্রকৃত জায়গার একজন মালিক ও উপস্থিত ছিলোনা, এবং ওখানে উপস্থিত কাউকে আমি ব্যক্তিগত ভাবে চিনিওনা। মূলত সত্যটা হচ্ছে অসহায় কিছু হিন্দু পরিবারের জায়গা গুটিকয়েক লোক দখল করে জিম্মী করে রেখেছিলো তারা আমাকে তাদের ন্যায্য দাবীর মধ্য দিয়ে জমি দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য উৎসাহ দিলেই আমি সরকারি সকল নীতি অবলম্বন করে ব্রিকফিল্ড স্থাপনের প্রক্রিয়া শুরু করি।
কিন্তু এই নির্মান প্রক্রিয়ায় স্থানীয় একটি মহল চাদাঁ দাবী করে আসছিলো বেশ কিছুদিন থেকেই।
আমি একজন স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং কেওঁচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানপুত্র হিসেবে চাদাঁ দিতে অস্বীকৃতি জানালে ওই মহল সম্পূর্ন উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার ব্যবসায়ীক ও সামাজিক হেয় করার জন্য ভাড়াটে লোক দিয়ে মানববন্ধনের নাটক সাজানো হয়।

অথচ আমি যে জায়গার উপর ব্রিকফিল্ড করার প্রস্তুতি নিচ্ছি সেই জায়গা গুলোর প্রকৃত মালিক আনুছুর আলী,ইসলাম মিয়া,আহমদ কবির,আহমদ ছাফা,আবুল কালাম,আলী হোসেন,সন্জিত দাশ,জাফর আহমদ ভবন কান্তিদাশ,রন্জিত তালুকদার,তপন কান্তি তালুকদার,স্বপন কান্তি তালুকদার,কাজী সাখাওয়াত হোসেন,সাদাত হোসেন,মোজাম্মেল হোসেন,আবু নাইম,মোজাম্মেল হোসেন,মধু চরন,আবু নাঈম, আলমগীর,মনোয়ারা বেগম, আবছার উদদীন,মো-কামাল, নেজামুদদীন।
এদের অাক্ষেপ ছিলো বিগত ১০বছর ধরে কোন ক্ষেত না হওয়াতে এবং ব্রিকফিল্ডের এলাকার আশেপাশে কোন বসতি না থাকাতে, সর্বোপরি জমির নির্ভূলতার প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্যজনিত ঝুকিঁ মুক্ত হওয়ার প্রতিবেদনের আলোকে আমার ইন্ড্রাষ্ট্রী নির্মিত হয়।

এরপরে ও সেই কুচক্রী একটি মহল চাদাঁ দাবী করলে, আমি বরাবরের মত সুস্পষ্ট ভাবে অস্বীকৃতি জানালে মূলত এই কাহিনীর রচনা করেন একটি স্বার্থন্বেষী মহল।

এদিকে মাঈনুদদীনের লিখিত বিবৃতির পরে সরেজমিনে গিয়ে এবং জমির প্রকৃত মালিকের সাথে কথা বলে মাঈনুদদীনের পাঠানো লিখিত বিবৃতির শতভাগ সত্যতা পাওয়া যায়।
এবং গত ১৮ই ডিসেম্বরে ভাড়াটে লোক দিয়ে মানববন্ধনের কথিত বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যানের আবদুল হকের ছেলে মাঈনুদ্দীন হাসান মনু অনেক সম্পত্তির মালিক। এরপরেও মনু কেন গরীবের জায়গার ওপর জোরপূর্বক ইটভাটা নির্মাণ করতে চাচ্ছেন, এটা আমাদের বোধগম্য নয়। এছাড়া ইটভাটার জন্য কেউ জমি দিতে অস্বীকৃতি জানালে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রকাশ্যে পুড়িয়ে মারা এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়াসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

এটা ডাহা মিথ্যা কথা, হক চেয়ারম্যানের পরিবারের ইতিহাসে জোর জুলুম করার কোন ইতিহাস নেই।

এদিকে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদদীন বলেন,আমি ব্যক্তিগত ভাবে মাঈনুদদীন সাহেবকে চিনি এবং জানি,পেশাগত কারনে আমার নলেজে সব খবরাখবর থাকে।

তবে তিনি যে জমি না দিলে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করেন তার কোন তথ্য সাতকানিয়া উপজেলা সাংবাদিক ফোরামের নিকট নেই,তবু ও মানববন্ধনে রাখা বক্তাদের কথা গুলো তদন্ত করতে ইতিমধ্যে সাতকানিয়া সাংবাদিক ফোরাম কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net