শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ওই ইউনিয়নের তিন গ্রামের শত শত নারী পুরুষ।
বুধবার তিতাস গ্যাসের সিনিয়র ডেপুটি ম্যানেজার বরুণ কুমার সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার খবর এলাকায় ছড়িয়ে পরলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর, ভবনাথপুর ও রতনপুর গ্রামের নারী-পুরুষ মহাসড়ক অবরোধ করে রাখে ।
এসময় অরোধ কারিরা বলেন, আমাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে গ্যাস সংযোগ দিয়েছে। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হলে আমাদের টাকা ফেরত চাই।
পরে সোনারগাঁ থানা পুলিশ এসে অবরোধ কারিদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।