1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : আহত ১

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৯৮ বার

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৫টায় সদরের ঢাকা-দিনাজপুর মহাসড়কের জামতলী মোড়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (৫০) মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী আব্দুল জব্বারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রবিউল ইসলাম কাহারোল উপজেলার সুখানদীঘি ঈশ^র গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। সে একজন লিচু ব্যবসায়ী।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বলেন, কাহারোল থেকে দিনাজপুরে আসার পথে বিপরীত থেকে আসা একটি ট্রাক ঢাকা-দিনাজপুর মহাসড়কের জামতলী মোড়ে মোটরসাইকেল আরোহী রবিউল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুল জব্বার নামে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে, রবিবার রাত ৯টায় বীরগঞ্জ উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান জিয়া (৪০) নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বীরগঞ্জ পৌরসভায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শালবন চেকপোষ্ট এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই নিহত হয়। নিহত জিয়া কাহারোল উপজেলার জগন্নাথপুর ডেপিকুড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান বলেন, নিহত জিয়াউর রহমান জিয়া দিনাজপুর থেকে বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেল যোগে আসার পথে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net