নিজস্ব প্রতিবেদক :
৩৮ পিচ গোলকাঠ জব্দ করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জ।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদেরের নেতৃত্বে বন বিভাগীয় নিরাপত্তাবাহিনী ভূজপুর থেকে সেগুন ও গামারি কাঠ বহনকারি ট্রাক (চট্টমেট্টো-ন-১১-৮১২৭) সহ জব্দ করে হাটহাজারী-চট্টগ্রাম নগরী মহাসড়কস্থ ১১ মাইল চেক স্টেশন হেফাজতে নিয়ে আসেন।
জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এনিয়ে বন আইনে মামলা রুজু হয়েছে বলে জানান- রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের।
উল্লেখ্য, কাঠ পাচারকারী চোরদের জনপ্রিয় এবং যথেষ্ট নিরাপদ রুট হিসেবে পরিচিত এটি।