1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় সাংবাদিকের মায়ের ওপর সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে ২৬৫ গ্রাম মাদকসহ আটক -১ উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম  ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে! ঠাকুরগাঁও– লাহিড়ী ও নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী করেছেন সাধারণ জনগণ চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি পুলিশকে আরও মানবিক হওয়ার আহবান জেলা প্রশাসক রাজশাহীর ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের নাককাটি ঠাকুরের পুকুরে বিয়ের আগে ভিড় বাড়ে মানুষের সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতায় সাইবার ইউজার দলের মানববন্ধন “চারঘাটে বিএনপির বিক্ষোভ” ব্যানার ছেঁড়া, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবি ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

ডেমরায় সাংবাদিকের মায়ের ওপর সন্ত্রাসী হামলা

মোঃ বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৩০ বার

রাজধানীর ডেমরায় চ্যানেল আইয়ের সাংবাদিক শওকত আকবর লিঙ্ককের মায়ের ওপর রুহুল আমীন ওরফে ইয়াবা রুহুল (৩৮) নামে এক মাদক বিক্রেতা সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিঙ্কনের মা জাহানারা বেগমের (৫২) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলাপ জখম হয়। সোমবার দুপুর ১ টার দিকে ডেমরার পূর্ব ডগাইর মহাক্শা স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইয়াবা রুহুলসহ তার সহয্গোী আপন বোন সাথী আক্তার (২৭) ও মা আয়েশা বেগম (৬০) জাহানারা বেগমের ওপর অতর্কিতে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এদিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হলি এইড নামে একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে পরে তারা জাহানারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে সাংবাদিক লিঙ্কন ঘটনার সোমবার বিকালে ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার পর থেকে সন্ত্রাসীরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লুটপাটের উদ্দেশ্যে সোমবার দুপুরে রুহুল তার মা আয়েশা বেগম ও বোন সাথীসহ অজ্ঞাত ৮/১০ জনকে নিয়ে জাহানারা বেগমের ভাইয়ের দোকানের তালা ভাঙ্গা শুরু করেন। এ সময় খবর পেয়ে জাহানারা বেগমের ভাই সাঈদ দৌড়ে এসে স্ত্রাসীদের বাঁধা দিলে তারা তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ভাইকে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা তাকেও বেধরক মারধর করে গুরুতর আহত করে। এদিকে খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনার খবর পেয়েছি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রুহুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে। দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে। মাদক বিক্রেতা হিসেবেও রুহুলের নামে এ অভিযোগ পেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net