1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদা না পেয়ে ফেসবুকে মিথ্যাচার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

চাঁদা না পেয়ে ফেসবুকে মিথ্যাচার

নিজস্ব প্রতিবেদক।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৮৮ বার

কুমিল্লা সিটিতে চাঁদা না পেয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত যুবকের নাম সাকিব। তিনি সদরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা।

সূত্রমতে, গত সোমবার (৯ আগস্ট) সাকিব কুমিল্লা (Sakib Comilla) নামীয় ফেসবুক আইডিতে ভুল তথ্য, ভুল বানানসহ একটি ভিডিও প্রকাশ করে। যে ভিডিওতে সড়ক সংলগ্ন একটি কবরস্থানের ইটকে সড়কের কুমিল্লা বন্দর সড়কের ইট বলে প্রচার করেন। তাদে বলা হয় এটি দুই নম্বর ইট। এ ভিডিওতে তার একজন প্রতিবেশী বৃদ্ধকে পরিকল্পন ভাবে বক্তব্য রয়েছে। যা ছিলো পরিকল্পিত মিথ্যাচার।

পরদিন ১৩ আগস্ট একই ফেসবুকে তিনটি ভিডিওসহ গুজব ছড়াতে আরেক পোষ্ট প্রচার করে। তার মধ্যে একাধিক ব্যক্তির অসম্পূর্ণ বক্তব্য প্রচার করে। একই পোষ্টে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কিছু তথ্য বিনিময় করে। তার ভাষা ছিলো খুবই নিন্ম মানের।

এর একদিন পর ১৪ আগস্ট আবার এ বিষয়ে আরেকটি ভিডিও প্রচার করে। যা জগন্নাথ পুর ইউনিয়নের একটি সড়ক।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম নামের একজন রাজমিস্ত্রি বলেন, অভিযোগ উঠেছে গত ৪/৫ দিন আগে। ঠিকাদারি প্রতিষ্ঠান একানে ইট জমা করে রেখেছে কোরবানীর ঈদের আগে। একটি ইট হাতে নিয়ে এ বাসিন্দা দেখান, এটি এক নম্বর ইট। এটি যদি দুই নম্বর ইট হতো তা হলুদ দেখা যেতো।

শরিফ নামে এখানের একজন শ্রমিক বলেন, দুই বা তিন নম্বর ইট হলে দিনে আড়াই থেকে তিন হাজার ইট হাতুড়ি দিয়ে ভাঙ্গা যায়। এখানে হাজার বারোশ’ ইট ভাংতে দিন চলে যায়। এটা এক নম্বর ইট। আমরা এটাকে পিকেট বলি।

এ বিষয়ে সাকিব জানান, আমাকে হুমকি দিয়ে লাভ নেই। সত্যের কাছে মিথ্যা পরাজিত হবে। ঠিকাদার বাদল সড়কার বন্দর রোডে দুই নম্বর ইট দিয়ে কাজ পরিচালনা করছেন।

বিথী এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী বাদল সরকার জানান, সহিদুল ইসলাম সাকিব সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছে। আমি তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করি। সে ফেসবুকে আমার নামে, আমার ঠিকাদারি প্রতিষ্ঠান ও দলের নামে মিথ্যাচার শুরু করে। এ বিষয়টি কুমিল্লা সিটি করর্পোরেশন, উধ্বর্তন কতৃপক্ষ ও আমার ব্যক্তিগত আইনজীবীর সাথে পরামর্শ করেছি। আগামী রবিবার দেশের আইনানুগ ব্যবস্থাদি গ্রহণ করবো।
যদি আমার ভুল থাকে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেখাশোনা করবে। আর যদি ভুল করে থাকি তা গণমাধ্যমে রিপোর্ট হোক। ফেসবুকে একটি মানুষকে মানহানি করা, টাকার জন্য মিথ্যা প্রচার করে হেও প্রতিপন্ন করা ঠিক না।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে জানার পর মেয়র মহোদয়ের নির্দেশে আমাদের টিম সরেজমিন পরিদর্শন করে। অভিযোগ ছিলো সড়কে দুই নম্বর ইট ব্যবহার করা হয়, যা সঠিক নয়। এছাড়াও কাজের গুণগত মানে আমাদের নজরে কোন সমস্যা দেখা যায় নি। কাজ শেষ হলে বিস্তারিত বলা যাবে, চলমান একটা কাজ নিয়ে মন্তব্য করা যায় না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net