চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় ও দরিদ্র এবং প্রশিক্ষণ প্রাপ্ত ২২জন মহিলার মাঝে সেলাইমেশিন এবং ২০জন পঙ্গু’র মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হল রুমে এই সেলাইমেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরী।