1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএসএমএমইউতে শেখ রাসেল শিশু ক্যান্সারে সারভাইবার গ্যালারি উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া ঈদগাঁওয়ে ২০ লিটার চোলাই মদসহ নারী আটক সারাদেশে স্কুলগুলোর জন্য ২৪ কোটি বই পাঠিয়ে দেওয়া হয়েছে : এনসিটিবি পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার সম্ভাবনা বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬ গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান-সংগ্রামের স্মৃতি সংরক্ষিত থাকবে : নাহিদ ইসলাম খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অবসান

বিএসএমএমইউতে শেখ রাসেল শিশু ক্যান্সারে সারভাইবার গ্যালারি উদ্বোধন

এম এ মজুমদারঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৯৪ বার

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শেখ রাসেল চাইল্ডহুড ক্যান্সার সারভাইবার গ্যালারি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শরীফুদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি তিনি বলেন হাজার ১৯৭৫ সালে ঘাতকরা যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে সেখানে তারা শিশু রাসেলকে ছাড় দেয়নি তারা ইতিহাসের নির্মম হত্যাকান্ড সংঘটিত করেছে। তারা মনে করেছিল বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করতে পারলে বঙ্গবন্ধুর আদর্শ মুছে যাবে কিন্তু তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে তা আজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় শেখ রাসেল গ্যালারি করে শেখ রাসেলের প্রতি সম্মান প্রদর্শন করেছে সেটা অনেক বড় সম্মান ও মর্যাদার। তিনি মনে করেন বাংলাদেশের প্রতিটি বিদ্যাপীঠ এই ধরনের শেখ রাসেল শিশু গ্যালারি হওয়া উচিত যার মাধ্যমে এই প্রজন্ম শেখ হাসিনার প্রতি জানতে পারবে। সভাপতি তার বক্তব্যে বলেন শেখ রাসেল যদি আজ বেঁচে থাকতো তাহলে আজ তার বয়স হতে ৫৭ বছর পূর্ণ করে ৫৮ বছরে পদার্পণ করতেন। এই বয়সে তিনি নিশ্চয়ই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শামিল থাকতেন। ভিশন ২০২১,২০৩০,২০৪১ ডেল্টা প্লান চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে তার বোন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আধুনিক উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে কাজ করতেন। হয়তো তিনি বিজ্ঞানী অথবা জাতির পিতার মতো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কান্ডারী হতেন। কিংবা হতে পারতেন ব্রাটন রাসেলের মতোই স্বমহিমায় উজ্জ্বল বিশ্ব মানবতার প্রতীক। শেখ রাসেল মারা যাওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারিয়েছেন তার আদরের ছোট ভাই কে আর বাংলাদেশে হারিয়েছে একজন সম্ভাবনাময় প্রতিভাবান সন্তানকে। শেখ রাসেল আজ প্রতিটি শিশু-কিশোর-তরুণ এর কাছে ভালবাসার নাম তিনি ইতিহাসের মহাসিসুই হয়েই বেঁচে থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন,উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাক্তার এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোঃ আতিকুর রহমান, রেজিস্টার অধ্যাপক ডাক্তার এফ এম আবদুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাক্তার মোঃ হাবিবুর রহমান দুলাল, শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এটিএম আতিকুর রহমান সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এর আগে আজ সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ম্যুরাল পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net