1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম নগরীর ডিসি রোডের সংস্কারে কাজের ধীরগতিতে কাউন্সিলর শহিদুলের ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি শিবির নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার মাগুরায় নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কবি আমির হামজার মজন্মবার্ষিকী পালিত মনোহরগঞ্জে আগুনে প্রবাসী বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ ১০ লাখ টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় চার আঙুল হারালো যুবক সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে ৫৩ হাজার টাকা ছিনতাই কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা আটক ধোপাছড়ির মানুষের দুঃখ দূর করবে কাঠের সেতুটি ৬ মাস পর ৬ লাখ টাকায় সংস্কার সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ

চট্টগ্রাম নগরীর ডিসি রোডের সংস্কারে কাজের ধীরগতিতে কাউন্সিলর শহিদুলের ক্ষোভ

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৭৮ বার

নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম ওয়ার্ডের ডিসি রোডের সংস্কার কাজের ধীরগতি ও ধুনির পুল সংলগ্ন ময়লা অবর্জনায় ভরা চাক্তাই খালে স্কাভেটর দিয়ে পরিস্কারের ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজ সোমবার (১১ অক্টাবর) এক বিবৃতিতে বলেন,চকবাজার ধুনির পুল তাহের কলোনী সংলগ্ন এলাকা থেকে মিয়ার বাপের মসজিদ পর্যন্ত ডিসি রোডের ভাঙাচোরা অংশ চট্টগ্রাম সিটি কর্পারেশন সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রায় মাস খানেক হলো। সড়কটির বেহালদশায় কর্পারেশনের গত দুটি সাধারণ সভায় তা সংস্কার ও ধুনির পুলের অংশে স্কাভেটর দিয়ে মাটি ও ময়লা আবর্জনা পরিস্কারের প্রস্তাব করছিলাম। মেয়রও তাতে সম্মতি প্রকাশ করে ডিসি রোড দ্রুত সংস্কার এবং ধুনির পুলের অংশ চাক্তাই খালের অবর্জনা পরিস্কারে কর্পারেশনর প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। কেন ডিসি রোডের তাহের কলোনী এলাকায় একটি ক্রস ড্রেন ও আবু কলোনী এলাকায় একটি ক্রস ড্রেন নির্মাণসহ কয়েক ট্রাক বালি ফেলে সংস্কারের বাকি কাজ না করে এখনো ফেলে রাখা হয়েছে। এতে এলাকার জনগণকে সীমাহীন দূর্ভোগ পাহাতে হচ্ছে। ডিসি রোড থেকে চকবাজার কাঁচা বাজারমুখি সড়ক দিয়ে বের হওয়া লাগলে এলাকার জনগণক এখনো নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। কারণ চকবাজার ধুনির পুল সংলগ্ন এলাকার চাক্তাই খালর অংশ শেঠ প্রপার্টিজ (আজিজ কলানী) তাদের নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের মাটি সরাসরি খালে ফেলে খাল ভরাট করে ফেলছে।। যে কারণে ডিসি রোড তাহের কলোনীএ মুখে ফালাহ্ গাজী মসজিদ সংলগ্ন রাজ্জাক মাস্টারের বাড়ির পাশে চাক্তাই খালের সাথে সংযুক্ত নালার মুখ সম্পূর্ণ বন্ধ হয়েগেছে। ফলে রোদ বৃষ্টি সবসময় ওই এলাকায় নোংরা পানি জমে থাকার পাশাপাশি রাস্তা সংস্কারের কাজ শেষ না হওয়ায় এলাকার জনগণকে নোংরা পানিতে চলাচল করতে হচ্ছে। এই রোডে কোন যানবাহন চলেনা গুটিকয়ক রিকশা চলাচল করলেও ভাড়া বেশি হাঁকেন চালকরা। আজ (সোমবার) সকালে সরজমিনে গিয়ে দেখা যায় পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের পরিছন্ন সেবকরা তাহের কলোনীর মুখে নালা ও চাক্তাই খালের অবর্জনা পরিস্কারের চেষ্টা করছেন। তারা জানান কাউন্সিলর শহিদুলের নির্দেশে তারা এই কাজ করছেন।এই সড়কে চলাচলরত এলাকার জনগণ ও যানবাহন চালকরা সমালাচনা করে বলন, এই নগরে কোন মেয়র কাউন্সিলর আছেন মনে হয় না। কাউন্সিলর শহিদুল আলম অবিলম্বে ডিসি রোডের ধুনির পুল থেকে মিয়ার বাপের মসজিদ এলাকা সংস্কার ও ধুনির পুল এলাকার চাক্তাই খালের আবর্জনা স্কাভেটর দিয়ে পরিস্কারের ব্যবস্থা নিতে মেয়র রজাউল করিম চৌধুরীর প্রতি অনুরাধ জানান। সড়কটির সংস্কার কাজের ধীরগতি নিয় কথা বলত কর্পারশনর নির্বাহী প্রকশলী ফরহাদুল আলমকে ফোন করা হল তিনি রিসিভ করননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net