 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশের বানিজ্যিক রাজধানী খ্যাত বন্দর নগরী চট্টগ্রামের শীর্ষ সেবা প্রতিষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মমতা’র সাধারন পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন(ভাইস-প্রেসিডেন্ট পদে), কার্যকরী পরিষদ এর সহ-সভাপতি মো. হারুন ইউসুফ (কার্যকরী সদস্য) পদে এবং মমতা’র সুহৃদ রেজাউল করিম আজাদ (জেনারেল সেক্রেটারী) পদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নির্বাচনে বিজয়ী হওয়ায় এই ৩ জনকে তাদের সহধর্মিনীসহ মমতার পক্ষ হতে গত ১৮ই নভেম্বর মমতা অডিটরিয়ামে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মানে মমতা কালচারাল ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথিদের অভিনন্দন জ্ঞাপন করে বক্তব্য রাখেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ, বনফুল এর নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, ইলমা’র নির্বাহী পরিচালক ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মমতা’র কার্যকরী পরিষদের সাধারন সম্পাদক মনসুর মাসুদ। অনুষ্ঠানে বক্তারা মা ও শিশু স্বাস্থ্য সেবায় মমতার অনবদ্য অবদান ও করোনা মহামারীতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ঐকান্তিক প্রচেষ্ঠার বিষয় প্রশংসার সাথে উল্লেখ করে মমতা ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মধ্যে একটি চিকিৎসা সংক্রান্ত সমযোতা চুক্তি সাক্ষরের প্রস্তাব ও গুরুত্বের কথা তুলে ধরেন।