তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নৌকা মনোনয়ন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মোঃ জাহাঙ্গীর আলম সরকারকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন নেতাকর্মী ও অঙ্গ সংগঠনসহ উক্ত ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
প্রতিদিনই ফুলের তোড়া নিয়ে অভিনন্দন জানাতে উক্ত ইউনিয়নের তাহার নিজ রাজনৈতিক কার্যালয় শাহাপুরে ভিড় করছেন।
সবার কাছ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা পেয়ে মজিদপুর ইউনিয়নের নবনির্বাচিত (বেসরকারিভাবে) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। এবং মজিদপুর ইউনিয়নের উন্নয়নে ও মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি আমি একটি সুন্দর ইউনিয়ন উপহার দিতে পারবো।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৮ হাজার ৩৭৫ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ইমাম হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ২০৮ ভোট।