চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে ইসরাত সোলতানা মিশতা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার সময় উপজেলার শিলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর ৮ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়া ফইজা বাপের বাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশু ইসরাত সোলতানা মিশতা ওই এলাকার প্রবাসী মোস্তাক আহমদের একমাত্র কন্যা।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, মিশতা নামে শিশুটি বাড়ির উঠোনে খেলতে গিয়ে সবার অগৌচরে তাদের বাড়ীর পূর্বপাশে ব্যবহারের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে নুরতাজ বেগম নামে তাদের পড়শি দাদি শিশু মিশতাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখেন। পরে সেখান থেকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশু মিশতাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।