রাউজানে নির্মিতব্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর পরিদর্শনে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শহীদুল আলম এনডিসি বলেছেন,রাউজান টিটিসি নির্মাণ কাজ দেখে মন ভরে গেল।যিনি টিটিসি নির্মাণের কাজের টেন্ডার নিয়েছেন তিনি পেশাদার ঠিকাদার নন অথচ স্থানীয় সাংসদের অনুরোধে জনগণের স্বার্থে মনের মাধুরী মিশিয়ে টিটিসি তৈরি করেছেন জেনে ভালো লেগেছে।তিনি গতকাল টিটিসি পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি প্রকৌশলী গণ ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ফজলে করিম চৌধুরী উন্নয়নের নতুন ধারার প্রবর্তক।এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জনাব জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অভিজিত ,পৌর কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা কাজী রাশেদ,কাজী লোকমান,সাইদুর রহমান,তৈয়ব, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ, নাছির, সাবের, আশরাফ,মহিম উদ্দিন খান,গোলাম মোরশেদ, রাহুল,শাহেদসহ অনেকেই।