1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও ইসলামাবাদ মুহাম্মদিয়া হেফজখানা দ্বীনের আলো ছড়াচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি হাসিনার মামলার রায় আজ * ট্রাইব্যুনালে হাজির রাজসাক্ষী মামুন নবীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আইডিয়াল ল্যাবরেটরী স্কুলের ৫ম শিক্ষাবৃত্তি সম্পন্ন  চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক চৌদ্দগ্রামে প্রবাসী আবু বক্করের হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশের মানুষ আর মাস্তান-চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেবে না : ডা. তাহের পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায় হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে- মির্জা ফখরুল

ঈদগাঁও ইসলামাবাদ মুহাম্মদিয়া হেফজখানা দ্বীনের আলো ছড়াচ্ছে

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৪৫ বার

্কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ টেকপাড়া জামে মসজিদ সংলগ্ন মুহাম্মদীয়া হেফজখানা যার নাম কমবেশি সবার জানা। এটি ২০০৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। হেফজখানাটি তিলতিল করে গোটা এলাকাকে আলোকিত করেছে। ইসরামবাদ ইউনিয়নের টেকপাড়ায় একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যেই এর সুনাম পুরো জেলাতে ছড়িয়ে পড়েছে।

এখানে চকরিয়া,রামু,গর্জনিয়া, মহেশখালী,খুটাখালী ও
কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা আসে আল্লাহর কালামকে বুকে স্থায়ীভবে ধারণ করে হাফেজ কোরআন হওয়ার জন্য।

হেফজখানার পড়াশুনার মান সর্বজন বিধিত। কোরআন হেফজ করার প্রতিষ্ঠান আর অন্য সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষদান পদ্ধতি, নিয়মকানুন সম্পূর্ণ আলাদা।

রাত ৩টায় যখন এলাকাবাসী গভীর ঘুমে বিভোর থাকে তখন ৭/৮বছরের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাহাজ্জুদের নামাজে দাড়িয়ে নিষ্পাপ চক্ষুদ্বয়কে সিক্ত করে মাওলার দরবারে সিজদায় রত হয়।

দোয়া কবুল হওয়া বিশ্বাস নিয়ে শেষরাতে ছেলেদের কোমলমতি হাতগুলো তুলে মহান রবের নিকট অশ্রুসিক্ত নয়নে এই বলে ফরিয়াদ করে ‘আল্লাহ, তুমি এলাকাবাসিকে বরকত দাও, দেশের জন্য বরকত দাও।

অথচ প্রতিদিনের সেই খবর ঘুমাচ্ছন্ন এলাকাবাসি কখনো জানেনি। কারণ, বাচ্চাদের সেই মুনাজাত ও কান্নাকাটি শুধু মহান রবের কাছেই নিবেদন করে। এ সময়ের ইবাদত আল্লাহ ছাড়া কেউ জানে না। এলাকাবাসিরা দিনের কর্মক্লান্ত শেষে যখন ঘুমাতে যায় তখন এই ছোট্ট বাচ্চাগুলোর পবিত্র কোরআন পড়ার শব্দ শুনা যায়। আর যখন এলাকাবাসিরা ঘুম থেকে জাগে তখনও ওই বাচ্চাগুলোর তেলাওয়াতের শব্দ ধ্বনিত হয় হেফজ খানায়।

প্রতিষ্টানটির সুশৃঙখলতা ও শিক্ষাকার্যক্রম অন্য অনেক প্রতিষ্ঠান থেকে ভিন্ন বৈশিষ্ট সম্পন্ন।

প্রতিদিন ফজরের নামাজ শেষে ছাত্রদের সারিবদ্ধ হয়ে কবর জেয়ারতের দৃশ্য চোখে পড়লে অন্তরে একধরণের প্রশান্তি অনুভূত হয়। খাওয়ার সময় হলে হেফজ খনার ছাত্ররা সবাই পথের ডান পাশ দিয়ে যার যার জাইগির বাড়িতে হেটে চলে এবং পথচারি দেখলে ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু’ বলে সালাম দেয় তখন বাচ্চাগুলোর প্রতি আল্লাহর দরবারে হৃদয়খুলে দোয়া আসে।

হেফজ খানার ছেলেদেরকে যারা জাইগির রেখে নিয়মিত খাবারের ব্যবস্থা করছে তাদের অভিমত, ‘যখন থেকে হেফজ খানা ছেলেকে দু’মুঠু খাওনোর ব্যবস্থা করছে তখন থেকে তাদের বাড়িতে আল্লাহ রহমত-বরকত বাড়িয়ে দিয়েছে। অনেকে একবাড়িতে ২/৩ জন করে জাইগির রাখছে।

প্রত্যেকের বাড়ির স্কুল পড়ুয়া নিজেদের বাচ্চাগুলো কখনো নিজের কাপড় নিজে ধুয়াতো দুরের কথা কাপড়গুলোও ঠিক জায়গায় রাখে না। অনেককে বাবা-মা নিজেই খাইয়ে দেয়।

অথচ হেফজ খানা এই ছোট্ট বাচ্চাগুলো জাইগির বাড়িতে গিয়ে নিজে নিজে খেয়ে আসে নিজ দায়িত্ব। নিজের কাপড় নিজেই ধুইয়ে নিজেই আইরন করে। এসব কিছু করার পর আবার উস্তাদকে নিয়মিত পড়া হাজিরা দেতে হয়। এসব সুশৃঙখল নিয়মের মধ্যে পড়ে তারা আসল মানুষ হয়ে এখান থেকে বের হয়। ছাত্রদের খাওয়া,পড়া,ঘুমানো,খেলাধুলা ও চরিত্র গঠনের নিয়মগুলো দেখলে মনে হবে এই পার্থিব জগতে আসলে তারাই সার্থক, তারাই সফল।

একদিন এ পৃথিবীতে তারাই আল্লামা সাঈদী, হাফেজ্জি হুজুর, আল্লামা জুনাইদ বাবু নগরী, ইমাম বুখারী, মিজানুর রহমান আজাহারী, মামুনুল হক, আবু হানিফা রহঃ এর মত দেশ বরেণ্য আলেম-হাফেজ হবে।

এখানকার হেফজকারি ছাত্ররা খুব অল্প সময় পবিত্র কালামের ৩০পারা কোরআন পুরোপুরি মুখস্ত করে হৃদয়ে স্থায়ীভাবে ধারণ করতে সক্ষম হয়।

প্রতিবছরের ন্যায় এই বছরও ১২জন হেফজ সমাপ্তকারি ছাত্রকে দস্তারবন্দি করা হবে এই প্রতিষ্ঠান থেকে। আর যিনি এই প্রতিষ্ঠানে দিনরাত মেহনত করে যাচ্ছেন তিনি হচ্ছেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন।
দ্বীনি এ প্রতিষ্ঠানটির
প্রতিষ্ঠাতা হাজি বশির আহমদ।
উল্লেখ্য, আগামী ২ডিসেম্বর বৃহস্পতিবার এ হেফজখানার বার্ষিক সভার দিন ধার্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net