1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জে ৪টি নৌকা ৪ টি বিদ্রোহী, ৩ টি বিএনপি, ২ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি হাসিনার মামলার রায় আজ * ট্রাইব্যুনালে হাজির রাজসাক্ষী মামুন নবীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আইডিয়াল ল্যাবরেটরী স্কুলের ৫ম শিক্ষাবৃত্তি সম্পন্ন  চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক চৌদ্দগ্রামে প্রবাসী আবু বক্করের হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ বাংলাদেশের মানুষ আর মাস্তান-চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দেবে না : ডা. তাহের পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায় হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে- মির্জা ফখরুল

নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জে ৪টি নৌকা ৪ টি বিদ্রোহী, ৩ টি বিএনপি, ২ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৫২ বার

নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জের ১৩টি ইউনিয়নের মধ্যে ৪টি নৌকা ৪ টি বিদ্রোহী,৩ টি বিএনপি,২ টিতে সতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। নির্বাচনে ১৩ টি ইউনিয়নের মধ্যে মাত্র ৪ টিতে নৌকার বিজয় এবং বাকী গুলোতে ভরাডুবি নিয়ে একাধিক নেতা জানিয়েছেন, রাজনীতির মাঠে থাকা নেতা ও দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে জনবিচ্ছিন্নদের দলীয় প্রতীক দেয়ার কারণে নৌকার এমন বিপর্যয় হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নবীগঞ্জের ১৩টি ইউনিয়ন গুলো হচ্ছে বড় ভাকৈর(পঞ্চিম), বড় ভাকৈর(পূর্ব), ইনাতগঞ্জ , দীঘলবাক, আউশকান্দি, কুর্শি, করগাঁও, নবীগঞ্জ সদর , বাউসা, দেবপাড়া, গজনাইপুর, কালিয়ার ভাঙ্গা ও পানিউমদা।
নির্বাচনী ফলাফলে দেখা যায়১নং বড় ভাকৈর(পশ্চিম) ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রঙ্গ লাল দাশ(সতন্ত্র) ঘোড়া প্রতীকে ৪২০৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্ধি নৌকার প্রার্থী সমর দাশ চন্দ্র দাশ পেয়েছেন ২৯৫০ ভোট অপর প্রার্থী সতন্ত্র বর্তমান চেয়ারম্যান সত্যজিত দাশ পেয়েছেন ২২৮৫ ভোট।
২নং বড় ভাকৈর পুর্ব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন নৌকা প্রতিকে ৩৬০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মেহের আলী মালদার সতন্ত্র আনারস প্রতীকে পেয়েছেন ৩১২০ ভোট। অপর সতন্ত্র প্রার্থী মোঃ খালেদ মোশারফ সতন্ত্র ৩৪২৪ ভোাট এবং দিদার আহমদ সতন্ত্র মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ৪১০ ভোট।
৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নোমান হোসেন ঘোড়া প্রতিকে ৬৭৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী জায়েদ উদ্দিন সতন্ত্র মোটর সাইকেল প্রতিকে ৪৮১২, মোঃ আছাবুর রহমার নৌকা ১৫৮২,মোঃ মস্তাফা কামাল সতন্ত্র আনারস প্রতিকে ৭৫৭, মোঃ শাহিন আহমদ জাঃপাঃ লাঙ্গল ১৯৭ ভোট পেয়েছেন । ৪নং দীঘলবাক ইউনিয়নে বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল ছালিক আনারস প্রতিকে ৩৯৮৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্ধি নৌকার প্রার্থী আবু সাঈদ এওলা মিয়া ৩৪৬০,মোঃ আব্দুল গফফার সতন্ত্র ঘোড়া ৩৪০৫,মোঃ এলাওর মিয়া সতন্ত্র চশমা ৫২০,মোঃ আব্দুল হান্নান জাঃপাঃ লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৩২৫ ভোট। ৫ নং আউশকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরী নৌকা প্রতিকে ৫৭২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের বিদ্রোহী মোফাজ্জল হক সতন্ত্র চশমা প্রতিকে ৩৭৫৯ ভোট পেয়েছেন । অপর প্রার্থী এজহারুল হক চৌধুরী সতন্ত্র আনারস ২১৭৪ ভোট এবং মোঃ আব্দুল হামিদ নিকছন সতন্ত্র ঘোড়া প্রতিকে পেয়েছেন ১১৩৯ ভোট।
৬ নং কুর্শি ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খালেদুর রহমান চৌধুরী আনারস প্রতিকে ৫০৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এখানে নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মুকিত চশমা প্রতিকে ৪৫০১,বর্তমান চেয়ারম্যান আলী আহমদ মুসা নৌকা প্রতিকে ৩২৩৮ ভোট,শামসুল হুদা চৌধুরী সতন্ত্র ঘোড়া ৬২১ ভোট, আবু তালিম সতন্ত্র সোটর সাইকেল ৩২১ ভোট এবং শেখ মোহাম্মদ আব্দুল গফুর সতন্ত্র রজনীগন্ধা ১১০ ভোট পেয়েছেন।
৭ নং করগাঁও ইউনয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিমললেন্দু দাশ রানা ঘোড়া প্রতিকে ৭৭২৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন আনারস প্রতিকে ৬০৯১ ভোট এবং বজলুর রহমান নৌকা প্রতিকে ১৬৫৬ ভোট,শেখ মোঃ ইসহাক মিয়া সতন্ত্র মোটর সাইকেল ১২৮ ভোট,মোঃ সাইফুল ইসলাম জাঃপা লাঙ্গল প্রতিকে পেয়েছেন ১০২ ভোট।৮ নং সদর ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতিকে ৪৪৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান জাবেদুল ইসলাম চৌধুরী সাজু আনারস প্রতিকে ৩৫০৪ ভোট,জাকির হোসেন চৌধুরী সতন্ত্র মোটর সাইকেল প্রতিকে ২১৪৩ ভোট,মুফতি মিয়া লাঙ্গল ৬৮৮ ভোট,হাফেজ কাজী রোহামা ইর রশিদ চৌধুরী ইসলাী আন্দোলন হাতপাখা প্রতিকে ২৫৯ ভোট,মোঃ আতাউর রহান চৌধুরী ঘোড়া প্রতিকে ৯৩ ভোট এবং খাজা ওসমানী খাকী চৌদুরী সতন্ত্র চশমা পেয়েছেন ৭০ ভোট ।৯ নং বাউসা ইউনয়নে বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাদিকুল ইসলাম শিশু আনারস প্রতিকে ৬২০৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামিলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জুনায়েদ আহমেদ চৌধুরী ঘোড়া ৫১০৪ ভোট এবং বর্তমান চেয়ারম্যান আবু সিদ্দীক নৌকা প্রতিকে পেয়েছেন ৩৯১৯ ভোট । ১০নং দেবপাড়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী শাহ রিয়াজ নাদির সুমন চশমা প্রতিকে ৫৯৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্ধি নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী পেয়েছেন ৩৫৮৪ ভোট। অপর প্রার্থী শামীম আহমদ সতন্ত্র ঘোড়া প্রতিকে ৩২২০ ভোট,মোঃ ফখরুল ইসলাম সতন্ত্র মোটরসাইকেল ৬০৪,মোঃ কুহিনুর মিয়া সতন্ত্র আনারস প্রতিকে পেয়েছেন ৩৮৪ ভোট।
১১নং গজনাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল আনারস প্রতিকে ৬৮৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তা নিকটতম প্রতিদ্বন্ধিবিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সফিউল আলম চশমা প্রতিকে পেয়েছেন ৪৫৫৯ ভোট। নৌকার মনোনীত সাবের আহমদ চৌদুরী ১৯৭১ ভোট,অপর সতন্ত্র প্রার্থী আবুল খায়ের খায়েদ ঘোড়া ৪৫৩ ভোট এবং হাফিজ মোঃ আইয়ুব আলী সতন্ত্র অটোরিক্সা ৬৭ ভোট পেয়েছেন।১২ নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুল হক চৌধুরী আনারস প্রতিকে ৩৬১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম সিদ্দকী ঘােড়া প্রতিকে পেয়েছেন ২৮৩৪ ভোট । অপর প্রার্থী হাজি আজিজ আহমদ মেরাজ সতন্ত্র চশমা প্রতিকে ২৫৩২ ভোট, ফরহাদ আহমদ নৌকা প্রতিকে ২৩৫৭ ভোট।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net