চৌমুহনী সরকারি এস এ কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাংলা বিভাগের নিজস্ব হলরুমে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোস্তফা সারোয়ার খান এর সভাপতিত্বে ও প্রভাষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় স্নাতক( সম্মান) ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌমুহনী সরকারি এস এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু তাহের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মনজুরুল হক ও শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নিজামুদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রতন আলী ও প্রভাষক কামরুল ইসলামসহ প্রমুখ
অনুষ্ঠানে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু তাহের খান শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। একই সাথে শিক্ষার্থীদেরকে মাদকমুক্ত সমাজ ও সুন্দর সমাজ বিনির্মাণে মেধা চর্চার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান।