চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (১৫ ডিসেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী-লীগ সমর্থিত প্রার্থী এস.এম তোফাইল বিন হোছাইন, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী সহ বিভিন্ন দলীয় এবং স্বতন্ত্র সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬০জন মনোনয়ন দাখিল করেন।
বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ (বুধবার) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল। এরই মধ্যে মেয়র পদে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আলম বলেন, আজ শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে সকলেই তাদের মনোনয়নপত্র জমা দেন। আসন্ন ১৬ জানুয়ারী বাঁশখালী পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বদ্ধ-পরিকর বলেও জানান তিনি।
উল্লেখ্য, সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী এবারের নির্বাচনে ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হবে। মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৯ শত ৮০ জন। ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের তফসিল ঘোষনা অনুযায়ী মনোনয়নত্র দাখিলের শেষ সময় ছিল বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র বাচাই শেষে ২৭(ডিসেম্বর) মনোয়নপত্র প্রত্যাহার শেষ দিন এবং ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
ছবিঃ মেয়র পদে মনোনয়ন দাখিল করেন আওয়ামী সমর্থিত প্রার্থী তোফাইল বিন হোছাইন, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোছাইনী।