বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ তথা হালদা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার ভাসা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
এসময় জাল বসানোর সরঞ্জাম ও নোঙর আটক করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো শাহিদুল আলমের নেতৃত্বে আজ সকাল ১০ টার হতে এ অভিযান বিকাল ৩ টা পর্যন্ত চলে।
উপজেলার গড়দুয়ারা থেকে হালদা মুখ পর্যন্ত পরিচালিত এ অভিযানে বুড়িশ্চর ইউনিয়ন সংলগ্ন ছায়ারচর ও হালদার মুখ এলাকা হতে মোট ১৫ টি অবৈধ ভাসা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালে কোন মা মাছ আক্রান্ত হয়নি’ বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।
পরিচালিত আজকের অভিযানে সহযোগিতার জন্য আইডিএফ ও সেচ্ছাসেবী রৌশনগীর এর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন তিনি।
উল্লেখ্য, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এতে মাছ শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এতে নিয়মিতই অভিযান চলে উপজেলা প্রশাসনের।