অগণিত মানুষের শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন মাইজভান্ডারী একাডিমীর সদস্য ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ডাবুয়া জগন্নাথ হাট শাখার সহ-সভাপতি মাওলানা একে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১২টায় মধ্যপ্রাচ্য দুবাই সফররত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তিনি এক সন্তান-১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
তিন দফা জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি পশ্চিম ডাবুয়া হাদা গাজী তালুকদার বাড়ির জামে মসজিদের পাশে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।জানা যায়, প্রথম জানাজা হয় মধ্যপ্রাচ্য দেশ দুবাই,দ্বিতীয় জানাজা হয় মরহুমের কর্মস্থল চট্টগ্রাম নগর কাজী দেউড়ি কাজী বাড়ি শাহী জামে মসজিদের মাঠে।২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় নিজ গ্রামের বাড়িতে তৃতীয় নামাজে জানাজায় শেষ বিদায় জানাতে হাজার হাজার মুসল্লি ও মাইজভাণ্ডারী ত্বরিকার আশেক ভক্তদের অংশ নেন।
তৃতীয় নামাজে জানাজার ইমামতি করেন মুফতি আল্লামা ইব্রাহিম আল্ কাদেরী।এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, আ.লীগ নেতা মাহাবুল আলম,রাউজান ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, ইউপি সদস্য জাহাঈীর আলম ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ,মাইজভাণ্ডারী একাডেমী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চট্টগ্রাম জেলা- উপজেলা ও দেশবিদেশ সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দসহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,মাওলানা বেলাল হোসাইন মাইজভাণ্ডারী একজন প্রখ্যাত ওয়ায়েজিন।তার হৃদয়স্পর্শী তকরির ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয়ে দাগ কাটতো। তার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করে স্টাটাস দেন হাজারো মানুষ।