1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামীলীগ ও যুবলীগের মতো পুলিশ লীগের কোন প্রার্থক্য নেই : রুহুল কবির রিজভী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার

আওয়ামীলীগ ও যুবলীগের মতো পুলিশ লীগের কোন প্রার্থক্য নেই : রুহুল কবির রিজভী

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৮৮ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, স্থানীয় পুলিশ ও প্রশাসন বিরেধিী দলের গনতান্ত্রিক অধিকার মিছিল মিটিং করতে দেয়না। গনতন্ত্রের স্বীকৃত এই অধিকার দু’পায়ে পদদুলতি করছে এই সরকার। আজকে আওয়ামীলীগ ও যুবলীগীগের মতো পুলিশলীগের কোন প্রার্থক্য নেই।

রিজভী ঢাকা মেট্রাপলিটন পুলিশ কমিশনারের কাঠোর সমালোচনা করে বলেন, বিএনপির চেয়ারপার্সন একজন বীরমুক্তি যোদ্ধার স্ত্রী দেশের চারবারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার বিরদ্ধে অশালীন মন্তব্য করেছেন। একজন পুুলিশ কর্মকর্তার নিরপেক্ষ থাকার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা , ওবায়দুল কাদের , হাসান মাহমুদের বক্তব্যের সাথে পুলিশ কমিশনারের বক্তব্য এক হতে পারেনা। জনগনের টেক্সের পয়সায় যার বেতন , তিনি কি ভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এমন কথা বলতে পারেন। তাদরে কথাবার্তা শুনে মনে হচ্ছে, পুলিশলীগের বেতন সরকারি কোষাগার থেকে নয় শেখ হাসিনার কোষাগার থেকে হয়। শেখ হাসিনা নির্দেশ দিলে বিএনপির নেতাকর্মীদের বুকে গুলিচালাতে দ্বিধাবোধ করবেনা।

গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় উপজেলা ও পৌরসভার বিএনপির দ্বি-বাষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোশারফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বেনজির আহম্মেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রহিমা শরীফ মায়া, সোনারগাঁও উপজেলা বিএনপি সদস্য সচিব মোশারফ হোসেন, বিএনপি নেতা কাজী নজরুল ইসলাম টিটু, লায়ন মুজাহিদ মল্লিক, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সজীব প্রমুখ।

বিএপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনতার ঘোষনা দিয়েছেন জিয়াউর রহমান। এটি বর্তমান প্রধানমন্ত্রী স্বামী ওয়াজেদ মিয়ার লেখা বইয়ে উল্লেখ আছে। তিনি লিখেছেন, কালুরঘাট বেতার কেন্দ্রে মেজয় জিয়ার স্বাধীনতার ঘোষনা শোনার পর মানুষ উদ্বুদ্ধ হয়েছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমানকে ধরে বেধেঁ নিয়ে স্বাধীনতার ঘোষনা দিয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দেয়ার জন্য তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবকে ধরে বেঁধে নিয়ে গিয়েছিলো স্বাধীনতার ঘোষণা দেয়ার জন্য। কিš‘ শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি তা জানতে চান আওয়ামীলীগের কাছে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগে এমপি পাপলু বিদেশে অর্থ ও মানব পাচার করেছে। কিন্তু সরকার তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না ।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করা হয়। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে সম্মেলনে সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষনা করা হয়। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন এবং সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো: শাহজাহান মেম্বার ও মো: মোতালেব হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয়। সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি আগামী ১ সপ্তাহের মধ্যে ঘোষনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net