1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইতিহাসে খুব কম দেশ আছে যারা সশস্ত্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে : আব্দুস সালাম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুলাদীতে ছাত্রশিবির নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখাল বাংলাদেশ চৌদ্দগ্রামে হালচাষের সময় ট্রাক্টর উল্টে হেলপার নিহত ডাকসুতে নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক.. নতুন দিনের নেতৃত্বের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন: মির্জা গালিব নাঙ্গলকোটে দ্বীন শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইতিহাসে খুব কম দেশ আছে যারা সশস্ত্র যুদ্ধ করে স্বাধীন হয়েছে : আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৮৬ বার

ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, পৃথিবীর ইতিহাসে খুব কম কয়েকটি দেশ আছে যারা সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে। তাই স্বাভাবিকভাবে এটা আমাদের অহংকার যে, সেদিন নিজের জীবনকে বিপন্ন করে আমরা যুদ্ধ করেছি। আল্লাহ হায়াৎ রেখেছিল বলে বেঁচে আছি। নাহলে সেদিন আমাদের সাথে অন্যান্য মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন আমরাও হতে পারতাম। সেটা জেনেই আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম।

বুধবার ‘চেতনায় বাংলাদেশ’ সংগঠন কতৃক আয়োজিত ফকিলাপুল-আরামবাগের মুক্তিযুদ্ধাদের সন্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, আগামী মার্চ মাস বা ডিসেম্বর আমাদের ভাগ্যে জুটবে কিনা আমরা জানি না। তাই ফকিলাপুল-আরামবাগ এলাকার তরুন প্রজন্মের সেই সময়ের ইতিহাসগুলো জানা উচিৎ। তাদের জানা দরকার সেই সময় কি হয়েছিল এবং মুক্তিযুদ্ধে কার কতটুকো অবদান ছিল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের আগে থেকেই আমরা রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। স্বাধীনতার আগে প্রতিটি কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। সেই সময় ছাত্র রাজনীতির যে অবস্থা তাতে আমরা এলাকায় ছাত্রলীগ গড়ে তুলেছিলাম। আন্দোলনের কারণে সেই সময় স্কুল কলেজগুলো পাকিস্তান সরকার বন্ধ করে দিয়েছিল। সেই সময় আমরা এলাকায় সংগ্রাম পরিষদ গড়ে তুলেছিলাম। সেই সময় ফকিলাপুল-আরামবাগে যে আঞ্চলিক কমিটি হয়েছিল সেটার সভাপতি ছিলেন আজকের প্রধান অতিথি আমার বড় ভাই আব্দুর রহিম। সেখানে আমি ছিলাম সাধারণ সম্পাদক।

সালাম বলেন, যখন স্বাধীনতার পতাকা তৈরী করে সেই পতাকা ফকিলাপুলে প্রথম আমি উড়াই। সেই ইতিহাসগুলো আমাদের নতুন প্রজন্মের জানতে হবে। তাই আজকে আমাদের সন্তান আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করলো এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। কারণ আমরা চলে যাবো। চলে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের। আমাদের নতুন প্রজন্ম যদি আমাদের সেই স্মৃতি ধারণ করতে না পারে, সেই ইতিহাস যদি না জানে তাহলে গর্ব করবো কিভাবে?

‘চেতনায় বাংলাদেশ’- এর সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net