প্রত্যেকে আমরা পরের তরে’ এমন শ্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্কাউট দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে রাণীশংকৈল উপজেলা স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্ম্মন, বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা যুগ্ন সম্পাদক (লিডার টেইনার) প্রধান শিক্ষক ফইজুল ইসলাম, উপজেলা স্কাউটস লিডার সহকারি শিক্ষক মমতাজ আলী, উপজেলা যুগ্ন সম্পাদক সহকারি শিক্ষক দিলারা বেগম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউর রহমান, মৌসুমি বসাক ও কুশমত আলী প্রমূখ। অনুষ্ঠানে স্কাউটস এর ছাত্র/ছাত্রী সহ সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন ৷ আলোচনা শেষে স্কাউট সদস্য, অতিথি ও দুঃস্থ অসহায় পরিবারের মাঝে মাস্ক বিতরণ বিতরণ করা হয়।