1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে তথ্য প্রযুক্তিতে এগিয়ে স্মার্ট আইসিটি ওয়ার্ল্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

লাকসামে তথ্য প্রযুক্তিতে এগিয়ে স্মার্ট আইসিটি ওয়ার্ল্ড

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৬২ বার

লাকসাম স্মার্ট আইসিটি ওয়ার্ল্ডে সিটিপি প্লেট প্রোসেস মেশিন উদ্বোধন।
তথ্য প্রযুক্তিতে সাফল্যের আরেক ধাপে এগিয়ে গেল লাকসামের সুনামধন্য প্রতিষ্ঠান ‘স্মার্ট আইসিটি ওয়ার্ল্ড’। শনিবার প্রতিষ্ঠানটিতে সিটিপি প্লেট প্রোসেস মেশিনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সাড়া জাগানো গ্রুপ অব কোম্পানী ‘স্মার্ট গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। সকাল ১১টায় প্রধান অতিথি স্মার্ট আইসিটি ওয়ার্ল্ডে এলে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. ওমর ফারুক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ফিতা কেটে সিটিপি প্লেট প্রসেস মেশিনের শুভ উদ্বোধন করা হয়।

‘স্মার্ট গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম স্মার্ট আইসিটি ওয়ার্ল্ডের বিভিন্ন ব্যবসায়িক প্রজেক্ট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রতিষ্ঠানটি সাফল্যের পথে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। স্মার্ট গ্রুপের বিভিন্ন পণ্যে স্মার্ট আইসিটি ওয়ার্ল্ডকে বিশেষ ছাড় দেয়ার ঘোষণা সহ ব্যবসায়িকভাবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন স্মার্ট গ্রপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সারাদেশে তথ্য প্রযুক্তিতে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘স্মার্ট গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন স্মার্ট আইসিটি ওয়ার্ল্ডের স্বত্ত্বাধিকারী মো. ওমর ফারুক।
স্মার্ট আইসিটি ওয়ার্ল্ডে সিটিপি প্লেট প্রোসেস মেশিনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সময়ের দর্পণ’র নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি ফারুক আল শারাহ, স্মার্ট গ্রুপের গ্রাফিক্স ডিভিশনের এজিএম (সেলস ও মার্কেটিং) মো. আনিসুজ্জামান শাহীন, প্রোডাক্ট ম্যানেজার হায়দারী মাহবুব, সিস্টেম ইঞ্জিনিয়ার মো. আমিরুল ইসলাম সহ আরো অনেকে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার এক যুগে লাকসামে তথ্য প্রযুক্তিতে ব্যাপক সাড়া জাগিয়েছে স্মার্ট আইসিটি ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানে ডিজিটাল, অফসেট সহ সকল ধরনের ছাপার কাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া কম্পিউটার, ল্যাপটপ ও এক্সেসরিজ বিক্রি এবং সার্ভিসিং এর জন্য প্রতিষ্ঠানটি বেশ পরিচিত। সর্বশেষ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটিতে সংযুক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির সিটিপি প্লেট প্রোসেস মেশিন। মেশিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কারণে এখন থেকে দক্ষিণ কুমিল্লার প্রিন্টিং প্রেস মালিকদের আর কুমিল্লা কিংবা ঢাকা যেতে হবেনা। তারা এখানে স্বল্পমুল্যে এবং কমসময়ে প্লেট প্রোসেস করতে পারবেন।

স্মার্ট আইসিটি ওয়ার্ল্ডকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মো. ওমর ফারুক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net