চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত সেতু-বহদ্দারহাট সংযোগ সড়কের বাকলিয়া থানার কালামিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় মো. দলিল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৮ মে) দুপুর ১টার দিকে কালামিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. দলিল আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের বকর আলী মাঝি বাড়ির মৃত আবদুস সামাদের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, শনিবার দুপুর ১টার দিকে আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ কালামিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আঘাতে বৃদ্ধের মাথা থেঁতলে যায় বলে জানান তিনি। ওসি বলেন, বৃদ্ধকে ধাক্কা দেওয়া ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।