1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় গণমাধ্যম সপ্তাহ সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিনত হয়েছে: বিএমএসএফ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে পুরষ্কার বিতরণী সভায় প্রাক্তন প্রো-ভিসি বেনু মাধব দে চন্দনাইশে পুলিশী অভিযানে আটক-৭ চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩ ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত আপসহীন : ডা. তাহের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটি ঘোষণা সীতাকুণ্ডে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সাথে শহীদ পরিবার সোসাইটি ২০২৪” এর নেতৃবৃন্দের মতমবিনিময় সম্পত্তিতে নারীর অধিকার

জাতীয় গণমাধ্যম সপ্তাহ সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিনত হয়েছে: বিএমএসএফ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ২৪৯ বার

জাতীয় গণমাধ্যম সপ্তাহ সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। ৭মে রাত ৯টায় গণমাধ্যম সপ্তাহের সমাপনী দিনে বক্তারা সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির জোড়ালো দাবি করেন। সংগঠনের সহ-সভাপতি মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

গনমাধ্যম সপ্তাহ উপলক্ষে ভার্চুয়ালি আলোচনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য হুমায়ুন কবির, বিএমএসএফের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সহ-সভাপতি সাইদুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, সহ-সম্পাদক ইমন দাস, সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা, আইটি সম্পাদক ইঞ্জি: তাওহীদ হাসান ও হাসানুর রহমান সুমন, উপ-প্রচার সম্পাদক তানভীর হাসান তানু, সুজন মাহমুদ, কক্সবাজার জেলা সম্পাদক মো: শহীদুল্লাহ, ভোলা জেলার সম্পাদক শিমুল চৌধুরী, নওগাঁর সহ-সভাপতি খোরশেদ আলম, কুষ্টিয়ার সভাপতি হাসিবুর রহমান রিজু, চট্টগ্রামের মো: শহীদুল ইসলাম, ফেনীর আব্দুল কাইয়ুম নিশান ও মাসুম বিল্লাহ ভুইয়া, কুমিল্লার বশির আহমেদ, রাজবাড়ির জেলা সম্পাদক কবির হোসেন, নীলফামারীর জেলা সম্পাদক নুর আলম, লালমনিরহাটের জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, রংপুরের জেলা সম্পাদক তাজিদুল ইসলাম লাল, নোয়াখালীর দেলোয়ার ইবনে হোসেন, ড. আবু নাসের, রেজাউল করিম রাজু, পটুয়াখালীর জেলা সহ-সভাপতি আমির হোসেন, ঝালকাঠির সদস্য সচিব মাহতাব জাবেদ শামিম, কেন্দ্রীয় নেতা মঞ্জুর মোরশেদ, মাহবুব আলম, বুলেট আকন, সানজিদা আক্তার, শরিফা শিউলী, আসমা আকতার, শাওন বাঁধন, নাহিদা আক্তার, আমির হোসেন, আদিত্য জাহিদ, টেকনাফের সম্পাদক শেখ রাসেল, কামারাঙ্গীচরের আনোয়ার হোসেন, সাভারের নুর আলম সিদ্দিকী মানু, শিবচরের হায়দার হোসেন, গৌরনদীর সুমন তালুকদার প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় আরব আমিরাত শাখার এস রহমান সোহেল ও লিবিয়া শাখার খোরশেদ আলম চৌধুরী গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতি পূর্নসমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সাংবাদিকদের স্বার্থরক্ষার আন্দোলন বেগবান করতে গত ৬বছর ধরে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ বিএমএসএফ পালন করে আসছে। চলতি বছর ৬ষ্ঠবারের মত উদযাপিত হয়। সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে বিএমএসএফের পক্ষ থেকে এবছর স্থানীয় এমপিদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

আগামি ১৫ মে পর্যন্ত স্মারকলিপি পাঠানোর সময়সীমা বর্ধিত করণের কথা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশে শিক্ষা সপ্তাহ,কৃষি সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, আনসার সপ্তাহ, পুষ্টি সপ্তাহসহ নানা সপ্তাহ রয়েছে। কিন্তু দূর্ভাগ্য যে সাংবাদিকদের জন্য কোন দিবস কিংবা সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে উদযাপনের উদ্যোগ নেই।

২০১৭ সালে জাতীয় গণমাধ্যম সপ্তাহের প্রবক্তা ও বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সপ্তাহটি প্রবর্তন করে সদস্য শাখাসমুহে চালুর ঘোষণা দেন। সেই থেকে দেশের বিভিন্ন শাখায ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপিত হয়ে আসছে। এবছর সপ্তাহটির মাঝে পবিত্র ঈদ উল ফিতর থাকায় আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

সাংবাদিকদের প্রাণের দাবি গণমাধ্যম সপ্তাহটি আগামি বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে ঝাকজমক আয়োজনে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

রাত ৯টা থেকে দু’ঘন্টাব্যাপী আলোচনায় সারাদেশের শতাধিক শাখার নেতৃবৃন্দ, কেন্দ্রের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net