কুমিল্লা তিতাস উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ,স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো অপারেটিভ এজেন্সি সহায়তায় গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ২০ দিন ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ শেষ হয়। এতে প্রথম ধাপে ২৫ জন পুরুষ ড্রাইভিং প্রশিক্ষণে অংশ নেন।
বুধবার (২৫ মে) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সেতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, এখান থেকে যে সকল বেকার যুবকরা প্রশিক্ষণ নিয়েছে আমরা আশা করি তারা দেশে ও দেশের বাহিরে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখবেন।