1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধান শুকানোর উঠান হচ্ছে পিচঢালাই সড়ক লাকসাম বিভিন্ন সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না: নাহিদ বিএনপি বিজয়ী হলে ফ্যাসিবাদবিরোধীদের নিয়ে জাতীয় সরকার হবে : নজরুল ইসলাম ইসলামী ব্যাংক রংপুর ও বগুড়া জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই : মাহফুজ আলম ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের মিছিলের পর ০২ সদস্য আটক  ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

ধান শুকানোর উঠান হচ্ছে পিচঢালাই সড়ক লাকসাম বিভিন্ন সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা

এম.এ মান্নান ঃ
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ২০৯ বার

লাকসাম উপজেলার বিভিন্ন সড়ক দখল করে চলছে বোরো ধান মাড়াই ও খড় শুকানোর কাজ। পাকা সড়কের বিভিন্ন স্থানে ধান স্তূপ করে রাখা হয়েছে। এ যেনো এক ধান মাড়াইয়ের উঠান হয়ে দাড়িয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীরা। কিছু দিন পর পর সময় ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার বিভিন্ন সড়কে বোরো ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করার এমনই চিত্র দেখা গেছে। তবে সবচেয়ে বেশি দেখা গেছে উপজেলার লাকসাম- মাদারগঞ্জ সড়কে। এছাড়াও পর্ব লাকসাম ইউনিয়ন,গোবিন্দপুর ও মুদাফরগঞ্জ (দঃ) ইউনিয়নে ছোট বড় সড়কে কৃষকরা পাশেই শ্যালোচালিত ইঞ্জিন দিয়ে মাড়াই করছেন এসব ধান। মাড়াই শেষে অনেকে ধান বাড়ি নিয়ে গেলেও খড় সড়কের ওপরই ছড়িয়ে-ছিটিয়ে রেখেছেন শুকানোর কাজে। অপরদিকে কেউবা আবার ভবন নির্মাণ জন্য ইট বালু ও ইটের সুরখি রেখে দখল করছে সড়কে।অনেকে শুকানোর পর সড়কের পাশেই খড় স্তুপ করে রেখেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়েই চলছে ট্রাক,অটোরিকশা,ভ্যান,মোটরসাইকেল ট্রাক্টর।

২০ মে শুক্রবার লাকসাম-মুদাফারগঞ্জ সড়কে নোয়াপাড়া এলাকায় সড়কের মধ্যে কৃষি জমির শুকনো ধানে মোটরসাইকেল স্লিপে পড়ে পিকাপে ধাক্কা লেগে আলমগীর হোসেন সোহেল নামে এক মোটরসাইকেলআহরি ঘটনারস্থলেই নিহত হয়। এছাড়াও সড়কে ছোট বড় দুর্ঘটনাও ঘটে।

অটোরিকশা চালকরা বলছেন, সড়ক জুড়ে ধান মাড়াইয়ের কাজ করছেন কৃষকেরা। সড়কের ওপর ধান মাড়াইয়ের কাজ করায় তাঁরা যাত্রী নিয়ে গাড়ি চালাতে নানা সমস্যায় পড়ছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে।
লাকসাম পৌরসভার মহিলা কাউন্সিলার নাসিমা সুলতানা বলেন, এ মৌসুমে খড় বিছানো সড়কে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। দুঃখজনক ঘটনা কয়েক দিন আগে মোটরসাইকেল নিয়ে সড়কে বিছানো শুকনো ধানে পিছলে একজন নিহত হয়েছেন।রাস্তার মধ্যে ধান ও ধানের খড় শুকানো বা কিছু ফেলে রাখা কোন অবস্থায় ঠিক নয়।এ ব্যপারে সকলেরই সচেতন হওয়া উচিত।
পথচারী ওবায়েদুর রহমান বলেন, ধান মাড়াই শেষে কৃষকেরা ধানের অবশিষ্টাংশ খড় সড়কে ফেলে রাখেন শুকানোর জন্য ।বৃষ্টি হলে ওই খড় সড়কে কর্দমাক্ত হওয়ার পরে সেগুলো সরানো হয় না। পরে পচে রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার শিকার হতে প্রায়ই দেখা যায়। সড়কের মধ্যে ধান শুকানো ও বিভিন্ন ধরনের মালামাল পেলে রাখার কারনে প্রায় দূর্ঘটনা ঘটে। এই সব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সচেতন মহল ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি।
যাতায়তকারীদের অভিযোগ থাকলেও বোরো ধান মাড়াইকারীরা বলছেন, তাঁরা অল্প সময়ের জন্য রাস্তায় ধান মাড়াই করছে। এতে যানবাহনের সাময়িক একটু সমস্যা হলেও তাঁদের অন্য কোন উপায় নেই।
সিদ্দিক নামের এক ট্রাক চালক বলেন, সড়কের দুই পাশে খড়, ধান শুকানো ও মাড়াইয়ের কারণে রাস্তার এক পাশে বন্ধ হয়ে যায়। এতে সড়কে দুর্ঘটনার আশঙ্কা থাকে। জ্যামে আটকা পড়লে অনেক সময় ধান অন্য জায়গায় সরিয়ে গাড়ি নিয়ে আসতে হয়।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা মতিন শনিবার দুপুরে বলেন, সড়ক দখল করে এ ধরনের কর্মকান্ড করা বেআইনি। ঘটনাস্থলে গিয়ে দ্রত এসব বন্ধের উদ্যোগ নেয়া হবে।
লাকসাম ট্রাক, পিকাপ ও কাবার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বলেন, কৃষকরা সড়কে বোরো ধান মাড়াই,খড় শুকানোর এবং অসচেতন ব্যক্তিরা সড়কে মধ্যে বিভিন্ন মালামাল রাখার কারণেই বর্তমান সড়ক দূর্ঘটনা বেড়েছ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net