মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনাসাভা, মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা যুবদলের কার্যালয়ে এই আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মমিন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন খান, মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সম্পাদিকা জাহানারা বেগম, বিএনপি নেতা হোসেন সাখাওয়াত হোসেন মুকুল, মোঃ ইদ্রিস আলী, মোঃ খোকন মোড়ল, মনসুর আলী মাঝি, আমির আলী মৃধা, আবুল হোসেন তালুকদার, কফিল বেপারি, আবু তাহের, তাজুল মাতবর লুৎফর রহমান অরুণ, মঞ্জু দেওয়ান, মোহাম্মদ আলী, বিল্লাল, জামাল হোসেন কাজী, শামিম ইমাম সাচ্চু, হাফিজুর ইসলাম, কামরুজ্জামান পলাশ, আব্দুল হাই, শ্রমিক দলের সভাপতি দিদারুল ইসলাম অভি, সাইফুল ইসলাম টিটু, উপজেলা ছাত্রদলের আহবায়ক লিমন মোড়ল, যুবদলের সভাপতি শহিদুল ইসলাম, যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক, রুহুল আমিন, সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, রাজু আহমেদ, আদিল, স্বাধীন, মোয়াজ্জেম মোড়ল, বাবুল হোসেন, সিদ্দিক, মাসুদ, শামিম, জাহাঙ্গীর, বাদল বেপারি, সোবাহান, তরিকুল, আবুল হোসেন, নাহিদ দেওয়ান, বাবু, মিজান, ইলিয়াছ, জনি, সনেট, রিয়াদ, অনিকসহ বিএনপিঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।