রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর পিতা গহিরা আসাদ চৌধুরী জামে মসজিদের সাবেক সভাপতি সমাজ সেবক আলহাজ্ব মুহাম্মদ হারুন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। শুক্রবার (২৭ মে) রাত ১ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ২ ছেলে ৫ মেয়ে সন্তানের জনক। তিনি রাউজান পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের গহিরা আসাদ চৌধুরী বাড়ির প্রয়াত তৌফায়েল আহমেদ চৌধুরীর ছেলে। শনিবার ( ২৮ মে) দুপুর ২ টায় গহিরা কলেজ মাঠে নামাজে জানাজা শেষে গহিরা আসাদ চৌধুরী জামে মসজিদের পাশে সমাহিত করা হয়।
নামাজে জানাজায় উপস্থিত থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদের চৌধুরী, কাজী মুহাম্মদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, যুবলীগ নেতা ও ক্রীড়া সংগঠক সুমন দে, সমাজ সেবক মনছুর মিয়া পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলুসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, কাউন্সিলরবৃন্দ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।