চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের ১৮ তম মৃত্যু বার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে তিনি মৃত্যু বরণ করেন।
মরহুম শামশুল আলম চেয়ারম্যান একজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা হিসেবে সকলের কাছে সুপরিচিত ছিলেন।তিনি প্রথম সারির ও সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে ব্যাপক সুনামের অধিকারী ছিলেন। তিনি দক্ষিণ চট্টগ্রামের দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী বাঁশখালী ইকোপার্কের প্রতিষ্ঠাতা কর্ণধার। শীলকূপ ইউনিয়নের ১৯৮৩ সাল থেকে দীর্ঘ ১৭ বছর ধরে সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি চেয়ারম্যানদের সভাপতি ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে বিভিন্নভাবে পুরুস্কৃত হয়েছেন। তিনি তিন বার শিলকূপের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এই জনবন্ধু ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ৫৪ বছর বয়সে আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশেষ ত্যাগ করেন।
তিনি ১৯৮৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাঁর সাহসিকতা, সততা, দূরদর্শিতা, জনপ্রিয়তার কারণে আজ পর্যন্ত মানুষের মুখে প্রশংসনীয়। তিনি ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে আজীবন মানুষের সেবায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। জনগণ, দেশ, উপজেলা ও ইউনিয়নের স্বার্থে তিনি কোনদিন পরাজয় মেনে নেননি। সব সময় সুকৌশলে, সাহসিকতার সাথে মোকাবেলা করে বিজয়ী হয়েছেন। শীলকূপ তথা বাঁশখালীর কঠিন মুহূর্তে ও জনগনের স্বার্থ রক্ষার্থে এলাকার মানুষ তার শূন্যতা অনুভব করে এবং তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
১৯৫১ সালের ১ জানুয়ারী শিলকূপ ইউনিয়নের সাবেক তিন নম্বর ওয়ার্ডের ইছমাইল মৌলভী বাড়ীতে জন্মগ্রহণ করেন।