1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আপনারা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

আপনারা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ

শাহজাহান আলী সুমন,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২২৯ বার

বন্ধুরা, আপনারা গতকালের ঘটনা সম্পর্কে সবাই অবগত আছেন। কি হয়েছে সেটা সবাই জানেন।কিন্তু আমরা আজকেও সকাল থেকে প্রত্যক্ষ করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ইন্ধনে বহিরাগত ছাত্রলীগের সন্ত্রাসীরা লাটিসোটা, চাপাতি, হকিস্টিক এবং বিভিন্ন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পাহারা দেয়ার নামে পুরো বিশ্ববিদ্যালয়তো বটেই শহরের ওই অংশে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। তারা গুন্ডা বাহিনীর মতো মোটর সাইকেল মহড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া দিচ্ছে এবং ক্যাম্পাস জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন হিসেবে স্বাভাবিকভাবেই সাধারন ছাত্র ছাত্রীরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে অভিযোগ করে জানিয়েছে, তারা সেখানে মোটেও নিরাপদ অনুভব করছে না।

আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের অভয়ারণ্যের পরিবেশ দীর্ঘদিন থেকে চলে আসছে। তবে সেটা এখন সকল সীমা অতিক্রম করেছে। আর এজন্যই আমরা উদ্ভূত এই পরিস্থিতি জাতির সামনে তুলে ধরার জন্য; আজ কেন্দ্রীয় সংসদের পরামর্শে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থেকেছে।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মহান স্বাধীনতার ঘোষকের হাতে গড়া সংগঠন এবং তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃস্নেহে লালিত সংগঠন। আমি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান। ছাত্রদল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে। ছাত্রদল মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বাংলাদেশ তার মুখের ভাষার স্বীকৃতি পেয়েছে, বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন পতাকা এবং স্বাধীন মাতৃভূমি। এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন সংগঠনের মুক্ত চিন্তা ও স্বাধীন মতামত প্রকাশের জায়গা। কিন্তু যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে, বিভিন্ন জায়গায় সাধারণ ছাত্র-ছাত্রীরা মার খাচ্ছে, বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ কর্তৃক অনুমোদিত অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মার খাচ্ছে তখন দেশের সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন হিসেবে এর পরিবেশ সুষ্ঠু রাখার দায় আমাদের উপরও বর্তায়। আমরা দৃঢ় প্রতিজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য।

আমরা মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আবারও বিনীত অনুরোধ কররো, আপনি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবক। আপনার অভিভাবক সুলভ আচরণের মাধ্যেমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাভাবিক সম্প্রীতির পরিবেশ বজায় রাখা সম্ভব। আপনার কাছে অনুরোধ, আপনি সকল ছাত্র-ছাত্রীদের কোন সংগঠনের পরিচয়ে মূল্যায়ন না করে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হিসাবে মূল্যায়ন করুন। তাহলে আপনি হতে পারবেন ক্যাম্পাসের সত্যিকারের একজন অভিভাবক। আর তা আপনার কর্তব্যও বটে। শুধুমাত্র ছাত্রদল নয়; সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সকল ছাত্র ছাত্রীরা আপনাকে একজন নির্দলীয় অভিভাবকের ভূমিকায় দেখতে চায়। আমরা বিশ্বাস করি আপনার দৃঢ় ভূমিকা এই ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত করতে অনন্য ভূমিকা রাখবে। অন্যথায় আপনি ও আপনার কর্মকান্ড জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আগামী ২৭-০৫-২০২২ তারিখে বিসিএস পরীক্ষা থাকায় আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে আমাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল স্থগিত করেছি। ইতোপূর্বে সংগঠন থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে। দেশের সকল ছাত্র ছাত্রীদের বিসিএস সহ সকল পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে ছাত্রদলের সকল ইউনিটকে সাধারণ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এবং ক্যাম্পাসে তাদের স্বাভাবিক কার্যক্রম নিত্য দিনের মতো পরিচালনা করতে চায়। আমরা সংগঠনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ কর্তৃক অনুমোদিত সকল ছাত্র সংগঠনের সহযোগিতা কামনা করছি। আমরা আপনাদের সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করছি এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরির মাধ্যমে আমাদের আদর্শিক রাজনীতি পরিচালনা করার সুযোগ পাবো বলে আশা রাখছি। আমরা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করে গণমানুষের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ।

সাংবাদিক বন্ধুরা,
আপনারা হচ্ছেন ফোর্থ স্টেট। আপনারা জাতির বিবেক। আপনারা জাতির সামনে দেশের এবং দেশের শিক্ষাব্যবস্থার চলমান এই নৈরাজ্য তুলে ধরে দেশ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিবেন, এই প্রত্যাশা করছি ।
প্রিয় সাংবাদিক বন্ধুরা,
দীর্ঘক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ছাত্রদল আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net