বন্দরনগরী চট্টগ্রামের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ত্রিতরঙ্গে অনুষ্ঠিত হলো ঈদ-পরবর্তী মিলন মেলা “জ্যৈষ্ঠের কবিতা ও গান “। ২৯শে মে ‘২২ সন্ধ্যে ছটায় ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। কবিতা, গান ও কথামালায় মুখরিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিতরঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ লিয়াকত হোসেন বড়ভূঁইয়া।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাওন পান্থ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী পারভীন হোসেন, কথাসাহিত্যিক তৌফিকুল ইসলাম, কবি কমরে আলম ও পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি।
সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুবর্ণা রহমান, শিলা চৌধুরী, নাসিমা আক্তার ডেইজি, নুরুল আলম ও ফাতেমা ওয়াসিকা সিমন।
আবৃত্তি করেন নাজনীন হক,জয়িতা হোসেন নিলু, ইসমত আরা নীলিমা, মিম ও শিশু শিল্পী ঝুমঝুমি।
শুভেচ্ছা জ্ঞাপন করেন অধ্যাপিকা সোহানা শর্মিন তালুকদার, কবি রিনা রহমান, নৃত্যশিল্পী আদিবা ওয়াদুদ, ফারহান খান, সুচিত্রা সেন, হাসিনা আকতার,রিহা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাকিব করিম ও সিমন।
অনুষ্ঠানে জৈষ্ঠ্য মাসের বিভিন্ন ফল দিয়ে সকলকে আপ্যায়ন করা হয়।