1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জেলা বি এন পি'র বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ!সাংবাদিকসহ আহত-১০ আটক-৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু

মাগুরায় জেলা বি এন পি’র বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ!সাংবাদিকসহ আহত-১০ আটক-৪

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৪০৬ বার

মাগুরায় জেলা বি এন পি’র উদ্যোগে দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধোগতিরোধ ও দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে মাইকের ব্যবহার নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জেলা যুবদলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম ও স্বেচ্ছাসেবক দলের কুতুব উদ্দিন রানা ও কয়েকজন সাংবাদিকসহ ১০জন কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে। ।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জয়নাল আবেদিন ফারুক বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে। জয়নাল আবেদিন ফারুক বলেন, কতৃত্ববাদী এ স্বৈরচারী সরকারকে গনআন্দেলেনের মাধ্যমে হটিয়ে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নির্বাচন এবং জনগনের ভোটে নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। আন্দোলন ছাড়া কোন স্বৈরচারী সরকার ক্ষমতা ছাড়ার ইতিহাস নেই , তাই সবাইকে আন্দোলনে নেমে আজ দেশ বাঁচাতে হবে।তিনি তার বক্তব্য রাখা কালে পুলিশের লাঠি চার্জের নিন্দা জানান।

মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহাম্মদ এর সভাপতিত্বে রবিবার বেলা ১১টার দিকে শহরের ইসলামপুর পাড়াস্থ জেলা বি এন পি’র কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি’র সদস্য সচিব আখতার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপান, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, মাগুরা ১ আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রোকনুজ্জামান, পৌর বিএনপি’র সভাপতি খান মাসুদ হাসান কিজিল,মাগুরা সদর উপজেলা সভাপতি কুতুব উদ্দিন, যুবদলের জেলা সভাপতি এ্যাড ওয়াসিকুর রহমান কল্লোল, বি এন পি নেতা আমিনুল ইসলাম শেলী, জেলা মহিলা দলের সভাপতি উম্ম কুলসুম উর্মি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শ্রীপুর উপজেলা বি এন সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানসহ অন্যরা।

এ সময় জেলা বি এন পি’র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, খান হাসান ইমাম সুজা, সাবেক সদর উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার, সৈয়দ মাহবুর আলী মিল্টন গোলাম জাহিদ, ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমসহ ৪শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরবর্তীতে ভায়না মোড়ে ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান, সমাবেশের প্রধান অতিথির আগমনের সময় তাদের নিজেদের মধ্যে হট্রগোলের সৃষ্টি হয়।পুলিশের সাথে কোন ঘটনা ঘটেনি।

বিকেলে জেলা বি এন পি’র আহবায়ক আলী আহমদ, জেলা বি এন পি’র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ আমাদের প্রতিনিধিকে জানান ছাত্রদলের জেলা সভাপতি আব্দুর রহিম, পৌর যুবদল কর্মী লুৎফর রহমান,ও ছাত্র দলের রাজাপুর ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি মামুনসহ ৪ জনকে আটক করছ পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net