রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন,যাদের মন-মানসিকতা ভালো, তাঁরাই মানুষের কল্যাণের কথা চিন্তা করে।এমন একজন ভালো মনের মানুষ হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ।তিনি বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে।জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় করে সাধারণ মানুষকে সেবা দিয়ে গেছে তিনি।এছাড়া সরকারি বিভিন্ন খাস জমি অবৈধ দখলমুক্ত করে গৃহহীন ও ভূমিহীনদের জন্য, সেখানে প্রধানমন্ত্রীর প্রদত্ত আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করেন তিনি। আশ্রয়ন প্রকল্পের নির্মাণকাজ তাঁর নিরলস প্রচেষ্টার ফসল।তার করে যাওয়া কাজগুলো রাউজানবাসী চিরদিন মনে রাখবে।সোমবার (৩০ মে) সকালে ইউএনও’র বিদায় উপলক্ষে রাউজান উপজেলা পরিষদ, পৌরসভার ও উপজেলা সকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুলের সভাপতিত্বে রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত সংর্বধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
সংবধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবু জাফর চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, শওকত হাসান চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, রবিন্দ্র লাল চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, রোকন উদ্দিন, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবু উদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া, ভুপেশ বড়ুয়া প্রমুখ ।
সভায় রাউজানে সুর্যমুখী ফুলের চাষাবাদ থেকে উৎপাদিত সুর্যমুখি ফুলের বীজ থেকে উৎপাদিত সুর্যমুখী তৈল ক্রয় করার জন্য রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইনকে ৩ লাখ টাকার চেক দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।এছাড়াও রাউজানের ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দেয়ার জন্য ওয়াইফাই সরঞ্জাম বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে তুলে দেয় এমপি ফজলে করিম চৌধুরী এমপি।