জাতীয় কবি নজরুল ইসলামের জম্ম জয়ন্তী উৎসব উপলক্ষে রাউজান উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সংগিত, নৃত্য, গজল, কবিতা আবৃতি অনুষ্টানের আয়োজন করা হয়।গতকাল ২৭ মে শুক্রবার বিকালে রাউজান শিল্প কলা একাডেমিতে রাউজান শিল্পকলা একাডেমির শিল্পিরা সংগিত, নৃত্য, গজল পরিবেশন করেন।শিল্পিরা কাজী নজরুল ইসলামের কবিতা আবৃতি করেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্টিত জাতীয় কবি নজরুল ইসলামের জম্ম জয়ন্তী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ., উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান, উপজেলা মৎস সম্প্রসারন অফিসার আবদুল্ল্রাহ আল মামুন, উপজেলা উপ সহকারী জনস্বাস্থ্র প্রকৌশলী রহমত উল্লাহ, রাউজান এ এসি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসতাক আহম্মদ, নোয়াপাড়া কলেজের শিক্ষিকা সালসা বিন করিম প্রমুখ ।