চট্টগ্রামের হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে এ উপলক্ষে রেলী, ভূমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম এতে প্রধান অতিথি ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রোগ্রামে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নিয়ে এতে অনলাইনে ভূমি সেবা গ্রহণ সংক্রান্ত পদ্ধতি সম্পর্কে অবহিত হন আগতরা।