আগামী ১৫জুন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জামিল আহমেদ জুয়েলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট চাইলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
রবিবার (১২ই জুন) বিকেল ৪টায় লালপুর বাজরে জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামিলীগের ১ ও ২নং ওয়ার্ড শাখা আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন, ৯০এর স্বৈরাচারী বিরুধী আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব,হাওর অঞ্চলের নীপিরীত গণমানুষের নেতা,হাওর অঞ্চলের ছাত্র ও যুব রাজনীতির পাঠশালা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হাওরকন্ঠ শামীম আহমেদ বিলকিস।
এ উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ লাল মিয়া, জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মিসবা উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তাং পিন্টু,
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ আহমেদ, ধর্মপাশা উপজেলা সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।