1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেলিভারি ম্যান পরিচয়ে ডাকাতির দুই ডাকাতকে পিস্তলসহ আটক করলেন নারী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চীন বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি; বাংলাদেশের উন্নয়নের অংশীদার —–ডা.তাহের মাগুরায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার দাবি বায়রার নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম এলডিসি থেকে উত্তরণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে রাজনৈতিক দল নিষিদ্ধ, সম্পত্তি বাজেয়াপ্তের বিধান চাকরি-বেতন নিশ্চিতে আর্তনাদ কোভিডে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীদের গরিবের মামলায় গুরুত্ব নেই ওসির: বিত্তবানদের প্রভাব উন্নয়নের নামে লুটপাট সাত ঘণ্টার কম ঘুমালে কী হয়

ডেলিভারি ম্যান পরিচয়ে ডাকাতির দুই ডাকাতকে পিস্তলসহ আটক করলেন নারী

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৫২ বার

সাভারের আশুলিয়ায় দিনে-দুপুরে কুয়েত প্রবাসির বাড়িতে ডেলিভারি ম্যান পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির অভিযোগে দুই ডাকাতকে আটক করে এক নারী, পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের কাছে শোপর্দ করা হয়েছে ।

মঙ্গলবার (৩১মে) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি গোচারেরটেক এলাকার শিরিন ভিলা ভবনের তিন তলায় বাড়িওয়ালার রুমে ডাকাতি করতে গেলে পিস্তল সহ দুই ডাকাত আটক হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ।

পাশের কক্ষে থাকা রুমা আক্তার বলেন, আমি আমার কক্ষ থেকে নিচে ছিলাম কিন্তু হটাৎ (বাড়িওয়ালা) ভাবির চিৎকার শুনতে পেয়ে আমি উপরে উঠে দেখি দুজন লোক একজনের কাছে পিস্তল। সে একবার ভাবির ঘরে ঢুকছে আবার বের হচ্ছে। তখন তার কাধের ব্যাগ ধরে আমি টান দিয়ে ফেলে দিলে সে ব্যাগ নিতে আমার সাথে ধস্তা ধস্তি চললে মানুষ এসে তাদের ধরে ফেলে।

ডাকাতের কবলে পরা ভুক্তভোগী শিরিন ভিলার মালিক শিরিন আক্তার বলেন, আমি বাইপাইল গেছিলাম একটা কাজে তখন আমার বাসায় থাকা ভাড়াটিয়া আমাকে ফোন দেয় ‘ভাবি আপনি কোথায়’ তখন আমি বলি বাইপাইল আছি তখন সে যানতে চায় আমার সাথে কে কে আছে ? তখন আমি বলি আমি একাই আসছি তখন সে বলে একা গেলেন কেন আপনার ছেলেকে নিয়ে গেলেইতো পারতেন। কিন্তু সেই ভাড়াটিয়া এখন আর আমার বাসায় থাকে না।

তিনি আরও বলেন, আমি বাইপাইল থেকে বাসায় এসে খালি দরজা লাগিয়ে বোরকা না খুলতেই কলিং বেল বাজলে আমার মেয়ে মুন্নী দরজা খুলে দিলে তারা ভেতরে ঢুকলে আমি সামনে এগিয়ে গেলে তারা বলেন আপনি শিরিন না? পরে আমি বলি হে আমি শিরিন। তখন তারা বলে আপনার হাজবেন্ট পার্সেল পাঠিয়েছে। তখন আমি বলি আমার স্বামী পার্সেল পাঠালেতো আমি জানতাম। তখন এই কথা বলার সাথে সাথে পিস্তল বের করে আমার মাথায় আঘাত করে। আমি চিৎকার দিয়ে আমার ছেলের রুমে গিয়ে ছেলেকে ডাকি। তখন তারা আমাকে জরিয়ে ধরলে তাদের সাথে আমার ধস্তাধস্তি ও আমার চিৎকারে আশে পাশের লোকজন এসে ডাকাতদের ধরে ফেলে।
আশুলিয়া থানার পরিদর্শক( ওসি ওপারেশন) আবদুর রাশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে জানতে পেরেছি , ডাকাতির চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকারে এলাকাবাসি ও এক নারীর সহযোগিতায় ২ডাকাতকে গণপিটুনি দিয়েছে। পরে আমরা আহত দুই ডাকাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি। সেই সাথে তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net