1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২০৪ বার

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণতন্ত্রের মানস কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগ। শনিবার কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন‍্যায় নরসিংদী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পালন করা হয়।

নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক আব্দুল মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন।

নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিপু মাহমুদ, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, জেলা মহিলা লীগের সভাপতি ফাতেমা সরকার সুমি সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু সহ আরো অনেকে । এ সময় জেলা ও শহর আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এসে যোগ দেয়।

সমাবেশ শেষে বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিলে যোগ দেয়। বিক্ষোভ মিছিলটি সমাবেশ স্থল থেকে শুরু করে গোলাপ চত্ত্বর হয়ে নরসিংদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net