1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ইউপি মেম্বারকে লাথি মারার অভিযোগ আ.লীগ সভাপতির বিরুদ্ধে! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রসহ জি-৭ দেশগুলোর ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার  অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ বরখাস্ত ২ মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শ্রীপুরে ইউপি মেম্বারকে লাথি মারার অভিযোগ আ.লীগ সভাপতির বিরুদ্ধে!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৭৪ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার আসাদুজ্জামান সবুজকে জনতার সামনেই লাথি মারার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিপন সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন ওই মেম্বার। এরআগে, গত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর ঈদগাঁ মাঠ মার্কেটে এ ঘটনা ঘটে।

ইউপি মেম্বার আসাদুজ্জামান সবুজ জানান, ‘গত ৫ বছর ধরে স্থানীয় মল্লিকা নামের এক নারীর সাথে ওয়ারিশ নিয়ে চাচাতো ভাই আতাউর নামের এক লোকের দ্বন্দ্ব রয়েছে। বিষয়টি নিয়ে আগের মেম্বার দীর্ঘদিন চেষ্টা করেছে। আমি নতুন করে দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই ঘটনা পুরোপুরি না জানার কারনে এ নিয়ে বসতে সময় লাগছে। এছাড়াও কিছুদিন আগে ওই নারীকে মারধর করায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চাওয়া হয়। কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিপন সরকার ওই বিষয়ে ফয়সালা দেওয়ার জন্য আমাকে চাপ দিতে থাকে। উনার বাড়ির পাশের ঘটনা থাকায় বিষয়টি তাঁকেই সমাধানের জন্য আমি অনুরোধ করি। এ নিয়ে বুধবার বিকেলে রিপন সরকারের সাথে আমার সবশেষ কথা হয়। একই দিন রাতে নারায়ণপুর ঈদগাঁ মাঠ মার্কেটে আমার ব্যক্তিগত অফিস থেকে রিপন তাঁর লোকজন শুভ সরকার, মুকুল সরকার, আতাউর,সুলতান, হুমায়ুনসহ আরও অজ্ঞাত কয়েকজন দিয়ে আমাকে টেনে-হেঁছরে মান্নান মেম্বারের রুমের দিকে নিয়ে যায়। সেখানে কিছু বলার সুযোগ না দিয়েই রিপন সরকার আমাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর তাঁর সাথে থাকা লোকজন আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।’

লাথি মারার বিষয়টি অস্বীকার করে গোসিংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিপন সরকার বলেন, ‘বারবার বলার পরও ওই ঘটনার সালিশ করেনি ইউপি মেম্বার আসাদুজ্জামান সবুজ। গতকাল ওই বিষয়ে জিজ্ঞেস করতেই তিনি আওয়ামীলীগ দল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে। পরে রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ওই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা হলে আমি মেম্বারকে সে স্থান থেকে সরিয়ে নিতে এগিয়ে যাই। সামান্য বিষয়টি একটি মহল বড় করে আমার মানহানি করছে।’

এ ঘটনার বিচার দাবী করে নারায়ণপুর গ্রাম আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ আকন্দ বলেন, বড় একটি পদে থেকে একজন জন প্রতিনিধিকে প্রকাশ্যে এভাবে মারধর কোনোভাবে গ্রহনযোগ্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবী করছি। এ বিষয়ে গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান শাহীন মোড়ল জানান, বিষয়টি উভয়ের সাথে বসে কথা বলে প্রকৃত অর্থে কি হয়েছিল তা পরে জানাতে পারবো। তবে, একজন ইউপি মেম্বারকে মারধর করা অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net