1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেদাকচ্ছপিয়া বনাঞ্চল থেকে বালু উত্তোলন বন্ধে র‍্যাব ও বনবিভাগের যৌথ উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

মেদাকচ্ছপিয়া বনাঞ্চল থেকে বালু উত্তোলন বন্ধে র‍্যাব ও বনবিভাগের যৌথ উদ্যোগ

সেলিম উদ্দীন,কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৭৬ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বনবিটের অধীনে পাহাড়ের বালু ও মাটি লুট বন্ধে কার্যকরী উদ্যোগ নিয়েছে র‌্যাব-১৫ ও বনবিভাগ।

১৯ জুলাই মঙ্গলবার দুপুরে র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম ও কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকারের নেতৃত্বে র‍্যাব এবং বনবিভাগের টিম বনাঞ্চল পরিদর্শন করেন।

এসময় কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জাধীন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এবং পাগলির বিল এলাকার অবৈধভাবে বালু উত্তোলনের স্পটগুলো ঘুরে দেখেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগ, সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়, ফুলছড়ি ও ফাঁসিয়াখালি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাগণ ও স্টাফগন, বন বিশেষ টহল দল।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম বনাঞ্চলের ভিতর থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বন ও বনভূমি রক্ষায় বন বিভাগের সাথে র‍্যাব সব সময়
আছেন। বনবিভাগকে রক্ষার জন্য সব সময় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা জানান, বনের ভিতরে বালু ইজারার নামে ধ্বংস করা হচ্ছে বনভূমি। স্থানীয় দখলবাজ ও প্রভাবশালী সিন্ডিকেট এসব ঘটনার সাথে জড়িত ছিল।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জে পাহাড়ের বালি, মাটি শেষ হওয়ার পথে। দখলবাজচক্রের হাতে ধ্বংসপ্রায় সবুজ প্রকৃতি।

স্থানীয়রা বলছেন, বিস্তীর্ণ বনভূমিতে রাজত্ব করছে চিহ্নিত বনখেকোরা। ছরাখাল ও পাহাড়ের পাদদেশ থেকে অবাধে চলছে বালু উত্তোলন। দখলবাজদের ছায়া হয়ে আছে রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা। শ্যালো মেশিন (ড্রেজার) বসিয়ে ছরা থেকে অবৈধভাবে বালু তোলার কারণে আশপাশের এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, আমরা ইতোমধ্যে বেশকবার অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেছি। মামলাও হয়েছে। তবু দমানো যাচ্ছে না।

ডিএফও আনোয়ার হোসেন আরও বলেন, সীমিত জনবল, লজিস্টিক সাপোর্ট নিয়ে অভিযান চালানো ও বনজসম্পদ রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। তাই যৌথ অভিযানের জন্য জেলা প্রশাসন,র‌্যাব-১৫ সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net