1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে সাংবাদিকের জমি দখল করে ঘের নির্মান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বদলে গেল স্কুল-কলেজের শপথ তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো: নাসিরুদ্দীন পাটোয়ারী সৈয়দপুরে দরজার কড়া কেটে ৫ টি গরু চুরি  বাসসের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক নগর ভবন ছেড়ে মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকরা পরিবেশ উপদেষ্টার সাথে নরওয়ের স্টেট সেক্রেটারির বৈঠক এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন নৌপরিবহন উপদেষ্টা তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি- উপদেষ্টা আসিফ মাহমুদ আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে : তথ্য সচিব চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী বিতরণ

রাঙ্গাবালীতে সাংবাদিকের জমি দখল করে ঘের নির্মান

সাবেক মেম্বার আনোয়ার এর বিরুদ্ধে অভিযোগ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৮৬ বার

অন্যায় ভাবে ও জোড় পূর্বক জমি দখল, বেড়িবাধের গাছ কাটা, টাকা খেয়ে ঘর তোলা ও মাছের ঘের নির্মান করাসহ চরমোন্তাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্ত ভোগীরা। তার এক বাহিনী আছে যার নাম হলো শরীফ বাহিনী রীতিমত চরবেষ্টিন এলাকাবাসী আতঙ্গে বসবাস করছে। কোথায় অভিযোগ করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে।

জানা গেছে,পটুয়াখালী জেরার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিনের সাবেক মেম্বার আনোয়ার হাং গলাচিপার কলেজ শিক্ষক ও সাংবাদিক এর কাছ থেকে ২০একর সম্পত্তি এক সনা চাষে নিয়ে চাষ করে। নাম মাত্র ৪৭মন ধান দিয়ে বাকি ধান আত্মসাৎ করে। যে ধান দেয় তাও আবার বিক্রি করার যোগ্য নয়। এ ফাকে ৪ একর সম্পত্তি চারদিকে বাধ দিয়ে রীতিমত মাছ চাষ করতে আসছে। জমির মালিককে টাকা পয়সা তো দূরের কথা ভয়ভীতি দেখিয়ে আসছে। সম্প্রতিতে জমির মালিক বর্গা দিলেও তা আবার পানি উঠিয়ে ২৫ কেজি ধানের বীজ তলা নষ্ট করে দিয়েছে জানালেন বর্গা চাষী চর বেষ্টিনের কৃষক সামসু মাতবর (৭৫) । ওই ঘের টি আনোয়ার হাং তিন বছরের জন্য তারই ছেলে শিফাত এর শ্যালকের নিকট ১লক্ষ ২০হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। ভুক্ত ভোগী হারুন অর রশিদ বিষয়টি প্রতিবেদককে অবহিত করেছেন। তিনি চর বেষ্টিন এলাকায় যেতে ভয় পাচ্ছেন। শীঘ্রই আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। তদন্তে আরো জানা যায়, বেড়ি বাধের গাছ গুলো কেটে সাবার করে দিয়েছে। এমনকি বেড়ি বাধের উপর মজিবর সরদারকে পুত্র শাহিন সরদারকে ঘর তুলিয়ে দিয়ে তার কাছ খেকে ১৫হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে তদন্ত করলে সত্যতা বেড়িয়ে আসবে। চরমোন্তাজ ইউনিয়নের ইউপি সদস্য মো: জালাল ডাক্তার জানান, ভুক্তভোগীর বিষয়টি ঘটনা সত্য। তিনি আমাকেও জানিয়েছেন।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আনোয়ার হাং বর্তমান সরকারে দলীয় লোক বলে তিনি মেম্বার থাকা অবস্থায় ঘর পাইয়ে দিবে, জেলেদের টাকার নাম দিয়ে দিবে, ভিজিএফ চাল দিবে বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে । উল্লেখ্য যে, অভিযোগ করেন বেষ্টিনের ফাতেমা বেগম ভিজিএফ পাওইয়া দেবার নামে তার কাছ থেকে ৩হাজার টাকা নিয়েছে ভিজিএফ চাল তো দূরের কথা টাকা ফেরত দেননি।, মজিবর রহমান জানান, ঘর দিবে বলে তার কাছ থেকে ৫হাজার টাকা নিয়েছে, ঘর দেননি, বরং টাকাও ফেরত দেননি। জলিল জানান,তরমুজের দুই বছরের কাজের লক্ষাধিক টাকা মজুরি পাওনা রয়েছে, তা দিচ্ছে না আনোয়ার মেম্বার । একই কথা জানালেন মাহিনুর বেগম। এ রকম অভিযোগ বহু রয়েছে চরে এর সমাধান হয়না। গত বছর চরমোন্তাজের চর বেষ্টিনের বেড়িবাধের উপর বিভিন্ন প্রজাতির ১শত ১৮ কেপি গাছ কেটে পার্শ্ববতী উপজেলা চরফ্যাশন এর নজরুল নগর ইউনিয়নের খোর্শ্বেদের ট্রলারে নিয়ে ভোলায় বিক্রি করে যা তদন্ত করলে গাছের গোড়া মাটিতে পড়ে আছে। এ ছাড়াও আনোয়ার হাং ছেলের বউ এর মাকে (বেয়াইনকে )বিবাহ করে চরমোন্তাজ এলাকায় বিশেষ পরিচিতি অর্জন করে।
এ ব্যাপারে আনোয়ার হাং জানান, আমার সুনাম নষ্ট করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে।

এ ব্যাপারে চরমোন্তাজের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মিজানুর রহমান জানান, ভুক্তভোগী বিষয়টি আমাকে ফোনে জানালেও তিনি কোন লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net