 
																
								
                                    
									
                                 
							
							 
                    গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ১১ দিনের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের বাংলাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাবাজার চৌরাস্তা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গলি পদক্ষিণ করে আবার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যোগ দেয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ সাঈদ এর সভাপতিত্বে ও আহবায়ক মোঃ রবিউল হক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর শামীম। বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এম.এ হালিম, কাজী মোঃ সালাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উপজেলা কিশোর দলের সাধারণ সম্পাদক মোঃ বদরুলসহ ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।