1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে মাও. মঈনুদ্দীন আশরাফী’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

চন্দনাইশে মাও. মঈনুদ্দীন আশরাফী’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৪৬ বার

চট্টগ্রাম চন্দনাইশ মোহাম্মদপুরে শোহাদায়ে কারবালা উপলক্ষে মিলাদ মাহফিলে তকরির
করাকালীন সময় শায়খুল হাদিস মাও. মঈনুদ্দীন আশরাফী’র উপর অর্তকিত হামলার
প্রতিবাদে চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল
জামাত চন্দনাইশ শাখা।

গতকাল ১৩ আগস্ট বাদে আসর বিক্ষোভ মিছিলটি গাছবাড়ীয়া পুরাতন কলেজ
গেইট থেকে খাঁনহাট হয়ে পুনরায় কলেজ গেইটে এসে শেষ হয়। সেখানে এক
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্বে করেন শাহজাদা খাজা মোবারক আলী, আলোচনায়
অংশ নেন, আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা যথাক্রমে অধ্যক্ষ শাহ খলিলুর রহমান
নিজামী, ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, দক্ষিণ জেলা সাধারণ
সম্পাদক আলী হোসেন, মাও. এনাম রেজা, কেন্দ্রীয় প্রচার সচিব মাও. রেজাউল
করিম তালুকদার, ফয়জুল্লাহ খতিবী, জিএম শাহাদাত হোসেন মানিক, এইচ এম
সেকান্দার, শাহনেওয়াজ শুভ, রাজীব রিফাত, আবদুল মুবিন, আরাফাত হোসেন
প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, সুন্নিয়তের মতাদর্শের ভিত্তিতে
সুফীবাদী সুনী্ন মুসুলমানদের নেতা, ছোবহানীয়া আলিয়া কামিল মাদ্রাসার
শাইখুল হাদিস কাজী মাও. মো. মঈনুদ্দীন আশরাফীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে
হামলার প্রতিবাদ জানান। এসময় তারা হামলা কারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ
নেয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। এদিকে এ বিষয়ে আয়োজক
কমিটির সদস্য আবু সুফিয়ান বাদী হয়ে ২ জনে নাম উল্লেখ করে গত ১৩ আগস্ট
চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।

জানা যায়, গত ১২ আগস্ট দিবাগত রাতে মোহাম্মদপুর ভূই খাজা জামে
মসজিদের স্থানীয় যুব সমাজের আয়োজনে শোহাদায়ে কারবালা উপলক্ষে মিলাদ
মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা
আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু। বাদে মাগরিব থেকে মাহফিলে
তকরির করেন, বোয়ালখালী আহলা দরবারের শাজ্জাদানশীল মাও. ছৈয়দ আহমুদুল হক
মাইজভান্ডারী। তাঁর তকরির শেষে তকরির শুরু করেন ছোবহানীয়া আলিয়া কামিল
মাদ্রাসার শাইখুল হাদিস কাজী মাও. মো. মঈনুদ্দীন আশরাফী। মাহফিলে অন্যাদের
মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুসহ
আয়োজক কমিটির নেতৃবৃন্দ। মাহফিল চলাকালীন রাত ১ টার সময় হঠাৎ করে
একটি গ্রুপ মসজিদের আশে-পাশে অবস্থান নিয়ে তরিকতের বিরুদ্ধে কিছু
আপত্তিকর বক্তব্যের কথা উপস্থাপন করে উচ্ছঙ্খলতা সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে
গিয়ে সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু উভয়পক্ষকে শান্ত করে পরিস্থিতি
নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মাহফিল চলাকালীন সময় রাত
আনুমানিক ১টায় কিছু উশৃঙ্খল ব্যক্তি তাদের তরিকতের পীর সাহেবকে নিয়ে
কটুক্তি করার কথা বলে হৈ-চৈ শুরু হলে মাহফিল বন্ধ করে চলে যান মাও. কাজী মো.
মঈনুদ্দীন আশরাফী। বিষয়টি নিয়ে সকাল থেকে সামাজিক প্রচার মাধ্যম
ফেইসবুকে লেখালেখি শুরু হয়। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ
জুনু বলেছেন, সেখানে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কে বা কারা
একটি মহলকে মিথ্যা তথ্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করলে তিনি বিষয়টি
তাৎক্ষনিক সমাধান করে দেন বলে জানান। এদিকে আয়োজক কমিটির আবু
সুফিয়ান রিপন বলেছেন, মাহফিল চলাকালীন মাইজভান্ডারী তরিকার কিছু লোকজন
মসজিদের বারান্দায় এসে বিভিন্নরকম উশৃঙ্খল স্লোগান দেয়। ফলে মাহফিল স্থগিত
করে হুজুর চলে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net