৫২ তে পা দিলেন সিনিয়র সাংবাদিক জ,ই, বুলবুল। তিনি মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মরহুম মনিরুল হক মনিরের জৈষ্ঠ্য পুএ। দীর্ঘ ৩২ বছর ধরে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। এছাড়া বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নানা পৃষ্ঠপোষকতা করে আসছেন। জ.ই বুলবুল বর্তমানে বেসরকারী টেলিভিশন “এশিয়ান টিভি” ও রূপায়ন গ্রুপের মিডিয়া “দৈনিক দেশ রুপান্তর” এ কর্মরত।
এছাড়াও তিনি বিভিন্ন জাতীয় দৈনিকের স্বাস্থ্য বিষয়ক পাতা সম্পাদনার পাশাপাশি ফ্রি- ল্যান্স নিয়মিত লেখালেখি করেন। ছড়াকার হিসেবেও তার সুনাম রয়েছে। বিভিন্ন দৈনিকের নিয়মিত তার ছড়া প্রকাশিত হয়।
মানবাধিকার সংগঠন “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির” উপ- পরিচালক “ঢাকাস্থ জিনোদপুর ইউনিয়ন” কল্যাণ সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আলহাজ্ব মোহাম্মদ জহিরুল হক ওরফে জ,ই বুলবুল
ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দু্ই কন্যা সন্তানের জনক। জন্মদিনে পরম হিতৈষী ও বন্ধবৎসল জ.ই. বুলবুলের সাফল্য ও সুস্বাস্ত্য কামনা করছি।