 
																
								
                                    
									
                                 
							
							 
                    ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’ এই প্রতিপাদ্যে শেরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বিসিক শেরপুরের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।পরে জেলা প্রশাসনের সম্মলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক বিজয় দত্ত, সম্প্রসারণ কর্মকর্তা আতাউর রহমান, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল, উদ্যোক্তা কমিউনিটি শেরপুরের সমন্বয়ক ইমরান হাসান রাব্বী প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা বাস্তবায়ন করতে মানবসম্পদ সৃষ্টির প্রতি জোর দেন।