1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ব্যবসায়ীসহ ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারতন্ত্রের রাজনীতি দেশের মানুষ আর গ্রহন করবে না – ড. শফিকুল ইসলাম মাসুদ ‘দেশে আ. লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’- ড. আসাদুজ্জামান রিপন শহীদ আবু সাঈদের ঋণ শোধ করা সম্ভব নয়- এটিএম আজহারুল ইসলাম ‘২৭০ কোটি টাকা আত্মসাৎ’ : সাইফুল আলম-পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা বর্তমানে দেশে ৮০ লাখ মাদকাসক্ত রয়েছে: সেমিনারে বক্তরা  আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ সোনাইমুড়ীতে জুলাই শহীদদের স্মরণে জামায়াতে ইসলামীর এতিমদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন  বিএনপি ও আত্ম সমালোচনা ইসলামী ব্যাংকের সাথে ড্যাফোডিল কম্পিউটারস-এর চুক্তি পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী

সাতকানিয়ায় ব্যবসায়ীসহ ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২০৫ বার

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী ও কৃষকসহ ৩ জনকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আহতদের মধ্যে কৃষক নুরুল আমিনকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মুখে ও দুপায়ে লম্বা কিরিজ দিয়ে কোপানো হয়েছে। আহত ফার্নিচার ব্যবসায়ী হারুনুর রশিদকে (৩৮) ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বকে (৩৬) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার ছদাহ মিঠাদিঘী বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ আরিফুর রহমান জানান, রোয়াজিরপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় গত একমাস আগে ছদাহ ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলামকে মারধর করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মমতাজসহ অন্যরা। ওই সময় তাদের বিরুদ্ধে মামলা করলে রোববার আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মমতাজ ভাড়াটিয়া ৮-১০ সন্ত্রাসী এনে মিঠাদিঘী বাজারে ব্যবসায়ী হারুনের ফার্নিচার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে কৃষক নুরুল আমিনসহ তিনজন গুরুতর আহত হন। হামলায় নেতৃত্ব দেন সন্ত্রাসী রিদুয়ান। এ সময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে রোয়াজিরপাড়ায় মমতাজের বাড়িতে অবস্থান নিলে লোকজন বাড়িটি ঘিরে পেলে। পরে পুলিশ এসে লোকজনকে সরিয়ে সেখানে মধ্যরাত পর্যন্ত অবস্থান নেয়।

আহত নুরুল আমিনের মা মমতাজ বেগম জানান, আমার ছেলে তার দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় সন্ত্রাসীরা এসে কিরিজ দিয়ে কুপিয়েছে। এতে ছেলের চোখের নিচে ও দুই পায়ে কেটে গেছে।

সাতকানিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। সোমবার সকাল পর্যন্ত এব্যাপারে কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net